রাত যাপনে স্ত্রীদের মাঝে পালাবন্টন এবং প্রত্যেকের কাছে এক রাত
রাত যাপনে স্ত্রীদের মাঝে পালাবন্টন এবং প্রত্যেকের কাছে এক রাত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৩. অধ্যায়ঃ রাত যাপনে স্ত্রীদের মাঝে পালাবন্টন এবং প্রত্যেকের কাছে এক রাত পরের দিবাভাগ সহ অবস্থান করা সুন্নাত
৩৫২০
আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, শেষ পর্যায়ে নবী [সাঃআঃ]-এর নয়জন সহধর্মিণী ছিলেন। নবী [সাঃআঃ] তাদের মাঝে পালাবন্টন কালে নয় দিনের আগে [পালার] প্রথম স্ত্রীর কাছে পুনরায় পৌছাতেন না। প্রতি রাতে নবী [সাঃআঃ] যে ঘরে অবস্থান করিতেন সেখানে তারা [নবী পত্নীগণ] সমবেত হইতেন। একরাতে তিনি যখন আয়িশা [রাদি.]-এর ঘরে ছিলেন তখন যায়নাব [রাদি.] সেখানে আগমন করলে নবী [সাঃআঃ] তার দিকে নিজের হাত প্রসারিত করিলেন। আয়িশা [রাদি.] বলিলেন, ও তো যায়নাব! ফলে নবী [সাঃআঃ] তাহাঁর হাত গুটিয়ে নিলেন। তখন তারা দুজন [আয়েশাহ ও যায়নাব] কথা কাটাকাটি করিতে লাগলেন। এমনকি তাদের কথা কাটাকাটিতে পরিণত হলো, ইতিমধ্যে নামাজের ইক্বামাত [এর সময় উপস্থিত] হলে আবু বকর [রাদি.] সেখান দিয়ে [সলাতে] যাচ্ছিলেন। তিনি ঐ দুজনের আওয়াজ শুনতে পেয়ে বলিলেন, হে আল্লাহর রসূল! আপনি বের হয়ে আসুন এবং ওদের মুখে ধূলা-মাটি ছুঁড়ে [দিয়ে মুখ বন্ধ করে] দিন। তখন নবী [সাঃআঃ] বের হয়ে এলেন। আয়িশা [রাদি.] বলিলেন, এখন নবী [সাঃআঃ] তাহাঁর নামাজ আদায় করবেন, তার পরে তো আবু বকর [রাদি.] এসে আমাকে বকাঝকা ও গালমন্দ করবেন, পরে [তা-ই হল]। নবী [সাঃআঃ] তাহাঁর নামাজ সমাধা করলে আবু বকর [রাদি.] আয়িশা [রাদি.]-এর নিকটে এসে তাকে কড়া কথা বলিলেন এবং বলিলেন, তুমি এমনটা করে থাক! [ইসলামিক ফাউন্ডেশন- ৩৪৯৩, ইসলামিক সেন্টার- ৩৪৯২]