সূরা ফালাক ও নাস এর তাফসির – [আস-মুআওবিযাতাইন]

সূরা ফালাক ও নাস এর তাফসির – [আস-মুআওবিযাতাইন]

সূরা ফালাক ও নাস এর তাফসির – [আস-মুআওবিযাতাইন] >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা নাস আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ >> সুরা ফালাক আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৯৪ঃসূরা ফালাক ও নাস এর তাফসির [আস-মুআওবিযাতাইন]

৩৩৬৬. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

আছে। রসুলুল্লাহ [সাঃআঃ] চাঁদের দিকে তাকিয়ে বললেনঃ হে আয়িশাহ্! আল্লাহ তাআলার নিকট এর ক্ষতি হইতে আশ্রয় প্রার্থনা কর। কেননা এটাই হল গাসিক [অন্ধকার] যখন তা গাঢ় হয়।

হাসান সহীহঃ সহীহ হাদীস সিরিজ [হাঃ ৩৭২], মিশকাত [হাঃ ২৪৭৫]। আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ। – এই হাদিসটির তাহকিকঃ হাসান সহীহ

৩৩৬৭. উক্ববাহ্ ইবনি আমির আল-জুহানী [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] বলেনঃ আমার উপর আল্লাহ তাআলা এমন কিছু সংখ্যক আয়াত অবতীর্ণ করিয়াছেন যার মত আর কখনও দেখা যায় না। তা হলঃ “কুল আঊযু বিরাব্বিন নাস” ও “কুল আঊযু বিরাব্বিল ফালাক্ব” সূরাদ্বয়।

সহীহঃ ২৯০২ নং হাদীস পূর্বে বর্ণিত হয়েছে। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ।- এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস

By ইমাম তিরমিজি

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply