সুরা শামস বাংলা তরজমা Sura Ash Shams in Words & Audio 91

সুরা শামস বাংলা তরজমা Sura Ash Shams in Words & Audio

১১৪ টি সুরা >> তাফসীরঃ বুখারী >> তিরমিজি

Arabicতাফসীর

৯১ – সুরা শামস – আয়াত : ১৫, মাক্কী, রুকু ১

সুরা শামস Sura Ash Shams mp3 Download

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(1) কসম সূর্যের ও তার কিরণের।وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ١
কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়।وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢
কসম দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে।وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا٣
কসম রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ٤
কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন।وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٥
কসম যমীনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ٦
কসম নাফ্সের এবং যিনি তা সুসম করেছেন।وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا ٧
অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে।فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ٨
নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তকে পরিশুদ্ধ করেছে।قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ٩
এবং সে ব্যর্থ হয়েছে, যে তা (নাফ্স)-কে কলুষিত করেছে।وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا١٠
সামূদ জাতি আপন অবাধ্যতাবশত অস্বীকার করেছিল।كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ ١١
যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল।إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ١٢
তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল, ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও।’فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ١٣
কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উষ্ট্রীকে যবেহ করল। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। অতঃপর তা একাকার করে দিলেন।فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا ١٤
(15) আর তিনি এর পরিণামকে ভয় করেন না।وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ١٥
সুরা শামসع রুকু

৯০ সুরা বা’লাদ<< সুরা শামস >> ৯২সুরা লাইল

By Quran Sharif

আমাদের এই অনলাইন কুরআন শরীফ এর সুরা গুলো উপরের ফেসবুক ⓕ আইকনে ক্লিক করে শেয়ার করে সকলকে ফ্রিতে পড়ার সুযোগ করে দিন যা আপনার জন্য সদাকায়ে জারিয়া হবে।

Leave a Reply