সুরা আত তাগাবুন এর তাফসীর
সুরা আত তাগাবুন এর তাফসীর >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন >> সুরা তাগাবুন আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
সুরা আত তাগাবুন এর তাফসীর
৬৫/৬৫/১.অধ্যায়ঃ পরিচ্ছেদ নাই।
(64) سُوْرَةُ التَّغَابُنِ
সুরা (৬৪) : আত্-তাগাবুন
وَقَالَ عَلْقَمَةُ عَنْ عَبْدِ اللهِ {وَمَنْ يُّؤْمِنْمبِاللهِ يَهْدِ قَلْبَه”} هُوَ الَّذِيْ إِذَا أَصَابَتْهُ مُصِيْبَةٌ رَضِيَ وَعَرَفَ أَنَّهَا مِنْ اللهِ وَقَالَ مُجَاهِدٌ التَّغَابُنُ غَبْنُ أَهْلِ الْجَنَّةِ أَهْلَ النَّارِ.
আলক্বামাহ (রহমাতুল্লাহি আলাইহি) আবদুল্লাহ ইবনু মাসউদ (রাদি.) থেকে বর্ণনা করেন যে, আল্লাহর বাণীঃ وَمَنْ يُّؤْمِنْمبِاللهِ يَهْدِ قَلْبَهচ আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। (সুরা আত্-তাগাবুন ৬৪/১১)-এর ব্যাখ্যায় বলেন যে, এর দ্বারা এমন লোককে বোঝানো হয়েছে, যখন বিপদগ্রস্ত হয় তখন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং এ কথা বুঝতে পারে যে, এ বিপদ আল্লাহর পক্ষ হইতেই এসেছে।