সুপারিশ করা -পরিচ্ছেদ – ৩০ : রিয়াদুস সালেহীন হাদীস
সুপারিশ করা -পরিচ্ছেদ – ৩০ : রিয়াদুস সালেহীন হাদীস >> রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন
পরিচ্ছেদ – ৩০ : সুপারিশ করা
আল্লাহ বলেন,
﴿ مَّن يَشۡفَعۡ شَفَٰعَةً حَسَنَةٗ يَكُن لَّهُۥ نَصِيبٞ مِّنۡهَاۖ ﴾ [النساء: ٨٥]
অর্থাৎ “কেউ কোন ভাল কাজের সুপারিশ করলে ওতে তার অংশ থাকবে।” [সূরা নিসা ৮৫ আয়াত]
1/251. وَعَنْ أَبِي مُوسَى الأشعَرِي رضي الله عنه، قَالَ : كَانَ النَّبيُّ ﷺ إِذَا أتاهُ طَالِبُ حَاجَةٍ أقبَلَ عَلَى جُلَسَائِهِ، فَقَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي الله عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ». مُتَّفَقٌ عَلَيهِ وفي رواية: «مَا شَاءَ».
১/২৫১। আবূ মূসা আশ‘আরী রাদিয়াল্লাহু ‘‘আনহু বলেন, যখন নবী সাঃআঃ-এর নিকট কোন প্রয়োজন প্রার্থী আসত, তখন তিনি তাহাঁর সঙ্গীদের দিকে মুখ ফিরিয়ে বলিতেন, ‘‘[এর জন্য] তোমরা সুপারিশ কর, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। আর আল্লাহ তা‘আলা তাহাঁর নবীর যবানে যা পছন্দ করেন, তা ফায়সালা করে দেন।’’ [বুখারী ও মুসলিম] [1]
অন্য এক বর্ণনায় আছে, যা ইচ্ছা করেন [তা ফায়সালা করে দেন]।
2/252. وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا في قِصَّةِ بَرِيرَةَ وَزَوْجِهَا، قَالَ: قَالَ لَهَا النَّبيُّ ﷺ: «لَوْ رَاجَعْتِهِ!» قَالَتْ : يَا رَسُولَ اللهِ تَأمُرُنِي ؟ قَالَ: «إنَّمَا أَشْفَع» قَالَتْ : لاَ حَاجَةَ لِي فِيهِ . رواه البخاري
২/২৫২। ইবনি আব্বাস রাঃআঃ কর্তৃক বারীরাহ ও তার স্বামীর [বিচ্ছেদের] ঘটনা প্রসঙ্গে বর্ণিত, তিনি বলেন, নবী সাঃআঃ বারীরাকে বলিলেন, ‘‘তুমি যদি তার কাছে ফিরে যেতে [তাহলে ভাল হত]!’’ সে বলিল, ‘হে আল্লাহর রাসূল! আপনি কি আমাকে আদেশ দিচ্ছেন?’ তিনি বলিলেন, ‘‘[না।] আমি [কেবলমাত্র] সুপারিশ করছি।’’ সে বলিল, ‘[তাহলে] তার আমার কোন প্রয়োজন নেই।’ [বুখারী] [2]
[1] সহীহুল বুখারী ৪৮১, ১৪৩২, ২৪৪৬, ৬০২৭, ৬০২৮, ৭৪৭৬, মুসলিম ২৫৮৫, ২৬২৭, তিরমিযী ১৯২৮, নাসায়ী ২৫৫৬, ২৫৬০, আবূ দাউদ ৫১৩১, আহমাদ ১৯০৮৭, ১৯১২৭, ১৯১৬৩, ১৯২০৭
[2] সহীহুল বুখারী ৫২৮৩, ৫২৮০, ৫২৮১, ৫২৮২, তিরমিযী ১১৫৬, নাসায়ী ৫৪১৭, ২২৩১