সুনান আদ দারাকুতনী pdf হাদীস ডাউনলোড

সুনান আদ দারাকুতনী

হাদীস বইঃ সুনান আদ দারাকুতনী
নামঃ আল-দারাকুতনি
উপাধিঃ আমির আল-মুমিনীন ফিল হাদীছ
জন্মঃ ৩০৬ হিজরি
মৃত্যুঃ ৩৮৫ হিজরি
জন্মস্থানঃ বাগদাদ
মুহাদ্দিস, হাদীছ সঙ্কলক, ইসলামিক স্কলার
সম্প্রদায়- সুন্নি

সুনান আদ দারাকুতনী ১ম খণ্ডের আলোচ্য বিষয় :

  1. কিতাবুত তাহারাত (পবিত্রতা)
  2. কিতাবুল হায়েয (ঋতুস্রাব)
  3. কিতাবুস সালাত (নামায)

সুনান আদ দারাকুতনী এর বর্ণনা

আল্লাহ তায়ালার মহান কিতাব আল কুরআন এবং আমাদের প্রিয় নবী সায়্যিদুল মুরসালীন ও খাতিমুন-নাবিয়ীন (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা হাদীস ইসলামী মূল উৎস। এই উৎসদ্বয়ের উপর ভিত্তি এক মহাসমুদ্র জ্ঞানভাণ্ডার গড়ে উঠেছে। কুরআনের সাথে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীস আমাদেরকে যুগের পর যুগ এবং শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামের আলোকোজ্জ্বল পথে পরিচালিত করে যাচ্ছে। বহু যুগ পার হওয়া সত্ত্বেও মুসলমানরা দীন ইসলামের মূল শিক্ষা থেকে যে বিচু্যত হয়নি, তাতে পণ্ডিতগণের অবাক হওয়ার অবধি নেই।

কুরআন-হাদীসের শিক্ষা এবং মুসলিম মনীষীদের এই শিক্ষার অব্যাহত চর্চাই তাদেরকে মূল বিশ্বাসে অটুট থাকতে সাহায্য করেছে। ইয়াহনন খ্রিস্টান ধর্মবেত্তাগণ তাওরাত-ইনজীলের মূল পাঠকে হুবহু রক্ষা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। উপরন্তু তারা এর বাণীর ব্যাখ্যা করতে গিয়ে মূল পাঠের বিকৃতি, বিলুপ্তি ও সংযোজন ঘটিয়েছেন ব্যাপকভাবে । ফলে তারা ধর্মের মূল শিক্ষা থেকে চরমভাবে বিচু্যত হয়ে পড়েছে।

পক্ষাত্তরে মুসলিম উম্মাহের ধর্মবেত্তাগণ কুরআনের মূল অবিকল অবস্থায় ঠিক রাখার সাথে সাথে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীসকেও একইভাবে সংরক্ষণ করেছেন। তারা যেমন লেখনীর মাধ্যমে, অদ্রুপ দৈনন্দিন জীবনে বাস্তব মাধ্যমে তা অতীতের অন্ধকারে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন ।

উম্মতের মনীষীবৃন্দ সর্বদা এই উম্মতকে কুরআন-হাদীস সংরক্ষণের মাধ্যমে আলোকোজ্জ্বল পথে পরিচালিত করে আসছেন। খৃস্টানরা দুশো বছরের মাথায় তাদের কিতাবের মূল শিক্ষা হারিয়ে ফেলেছে। আর মুসলমানরা চৌদশত বছর ধরে ইসলামের মূল কে অবিকল অবস্থায় উদ্ভাসিত রেখেছে।

এমনি একটি হাদীস গ্রন্থ ইমাম আদ দারা কুতনী (রহমাতুল্লাহি আলাইহি) রচিত সুনান গ্রন্থ। এটি অনুবাদ করেছেন মাওলানা মো: আবুল কালাম। এটি প্রকাশ ইসলামিক ফাউন্ডেশন।

এই গ্রন্থে ইমাম দারা কুতনী (রহমাতুল্লাহি আলাইহি) হাদীস বর্ণনার পাশাপাশি হাদীসের রাবীগণের অবস্থা, হাদীস গ্রহণীয় না বর্জনীয় প্রভৃতিও উল্লেখ করেছেন।

সুনান আদ দারাকুতনী ডাউনলোড

বইটির PDF/ মুল কপি পেতে হলে নিচে Comment/ কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানান, তাহলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব। ইনশাআল্লাহ।


Posted

in

by

Comments

4 responses to “সুনান আদ দারাকুতনী pdf হাদীস ডাউনলোড”

  1. Laice Ahmad Avatar
    Laice Ahmad

    হাদিস টি আমার দরকার

  2. Abubakar Avatar
    Abubakar

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দ্বীনি ভাইয়েরা আমার বলছিলাম যে আমার এই হাদিসের যতটা খন্ড আছে সব খন্ডে লাগবে আমাকে ইনশাআল্লাহ দিয়ে উপকৃত করবেন জাযাকাল্লাহু খাইর

  3. Abu bakar Avatar
    Abu bakar

    As salamu alaikum সন্মানিত ভাই হাদিস টা আমার লাগবে ইনশাআল্লাহ আমাকে হাদিসটা দিয়ে উপকৃত করবেন জাযাকাল্লাহু খাইর

  4. rasel Avatar
    rasel

    হাদিস টি আমার দরকার

Leave a Reply