মুসল্লীর সুতরার কাছাকাছি হওয়া
মুসল্লীর সুতরার কাছাকাছি হওয়া >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪৯. অধ্যায়ঃ মুসল্লীর সুতরার কাছাকাছি হওয়া
১০২১
সাহ্ল ইবনি সাদ আস্ সাইদী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] -এর নামাজের স্থান এবং [তাহাঁর সামনের] দেয়ালের মাঝখান একটি ছাগল চলাচল করার পরিমাণ প্রশস্ত ছিল। [অর্থাৎ-তিনি সুতরাহ্ এর খুব কাছাকাছি দাঁড়াতেন]। [ইসলামিক ফাউন্ডেশন- ১০১৫, ইসলামিক সেন্টার- ১০২৬]
১০২২
সালামাহ্ ইবনি আকওয়া [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] “মাসহাফ”-এর নিকটবর্তী স্থানটি খুঁজতেন। তিনি [সালামাহ্] উল্লেখ করিয়াছেন, তিনি [সাঃআঃ] এ স্থানটি [নামাজের জন্য] নির্দিষ্ট করে নিয়েছিলেন। এ স্থানটি ছিল মিম্বার এবং কিবলার মাঝখানে। স্থানটি একটি ছাগল চলাচল করার পরিমাণ প্রশস্ত ছিল। [ইসলামিক ফাউন্ডেশন- ১০১৬, ইসলামিক সেন্টার- ১০২৭]
১০২৩
ইয়াযীদ ইবনি আবু উবায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেছেন, সালামাহ্ ইবনি আকওয়া [রাদি.] “মুসহাফ”-এর নিকটবর্তী স্তম্ভ সংলগ্ন জায়গাটি খুঁজে সেখানে নামাজ আদায় করিতেন। আমি তাকে বললাম, হে মুসলিমের পিতা; আমি আপনাকে এ খুঁটি সংলগ্ন জায়গাটি খুঁজে সেখানে নামাজ আদায় করিতে দেখছি। তিনি বলিলেন, আমি নবী [সাঃআঃ] -কে এ খুঁটির সাথে সংলগ্ন স্থানে নামাজ আদায় করিতে দেখেছি। [ইসলামিক ফাউন্ডেশন- ১০১৭, ইসলামিক সেন্টার- ১০২৮]
Leave a Reply