সিজদায়ে শুকর

সিজদায়ে শুকর

সিজদায়ে শুকর >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন

পর্বঃ ৪, অধ্যায়ঃ ৫১

  • অধ্যায়ঃ ৫১. প্রথম অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ৫১. দ্বিতীয় অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ৫১. তৃতীয় অনুচ্ছেদ

অধ্যায়ঃ ৫১. দ্বিতীয় অনুচ্ছেদ

১৪৯৪. আবু বাকরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, কোন আনন্দের ব্যাপার সংঘটিত হলে অথবা কোন ব্যাপার তাঁকে খুশী করলে রাসূলুল্লাহ [সাঃআঃ] আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশে সাজদায় নুয়ে পড়তেন।

[আবু দাউদ, তিরমিজি; তিনি {ঈমাম তিরমিজি] বলেছেন, হাদিসটি হাসান গরীব] {১}, {১} সহীহ : আবু দাউদ ২৭৭৪, আত তিরমিজি ১৫৮৪, শারহুস্ সুন্নাহ্, ৭৭২।

{বিঃদ্রঃ এ অধ্যায়ে প্রথম ও তৃতীয় অনুচ্ছেদ নেই। [وَهذَا الْبَابُ خَالٍ عَنِ: اَلْفَصْلُ الْأَوَّلُ وَالثَّالِثِ]]

সিজদায়ে শুকর -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১৪৯৫. আবু জাফার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী [সাঃআঃ] একদিন একজন বেটে লোককে দেখে সাজদায় পড়ে গেলেন।

[দারাকুত্বনী হাদিসটি মুরসাল হিসেবে বর্ণনা করিয়াছেন। আর শারহুস সুন্নায় মাসাবীহের ভাষায় বর্ণনা করা হয়েছে।] {১},1] জইফ : দারাকুত্বনী ১৫২৮। কারণ এর সানাদে জাবির আল কুফী একজন অপবাদপ্রাপ্ত রাবী। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

১৪৯৬. সাদ ইবনি আবু ওয়াক্কাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর সাথে মাক্কাহ হইতে মাদীনার উদ্দেশ্যে পথযাত্রা শুরু করলাম। আমরা গাযওয়াযা নামক স্থানের কাছে পৌঁছলে তিনি [সাঃআঃ] আরোহী হইতে নামলেন। দুহাত উঠালেন। কিছু সময় পর্যন্ত আল্লাহর নিকট দুআ করিতে থাকলেন। তারপর সাজদায় গেলেন। দীর্ঘক্ষণ সাজদায় পড়ে থাকলেন। তারপর দাঁড়ালেন। কিছু সময় পর্যন্ত হাত উঠিয়ে থাকলেন। তারপর আবার সাজদায় গেলেন। দীর্ঘক্ষণ সাজদায় থাকলেন। তারপর সাজদাহ হইতে উঠে দুহাত তুলে রাখলেন বেশ কিছুক্ষণ। তারপর আবার সাজদায় গেলেন। বললেন, আমি আমার রবের কাছে আরয করলাম। আমার উম্মাতের জন্য সুপারিশ করলাম। তিনি আমাকে আমার উম্মাতের তিনভাগের একভাগ দান করিলেন। এজন্য আমি আমার রবের শুকর আদায় করার জন্য সাজদায় গেলাম। তারপর আমি আমার মাথা উঠালাম। আমার রবের কাছে আমার উম্মাতের জন্য আবার আবেদন জানালাম। এবার তিনি আমাকে আমার উম্মাতের আর এক অংশ দান করিলেন। এজন্য আমি আমার রবের শুকর আদায় করার জন্য আবার সাজদায় চলে গেলাম। এরপর আবার আমি মাথা উঠালাম। আমার রবের কাছে আমার উম্মাতের জন্য আবেদন জানালাম। এবার তিনি আমাকে আমার উম্মাতের শেষ তৃতীয়াংশ দান করিলেন। এ কারণে এবার আমি আমার রবের শুকর আদায়ের জন্য তৃতীয়বার সাজদায় মনোনিবেশ করলাম।

[আহমাদ, আবু দাউদ] {১},{১} জইফ : আবু দাউদ ২৭৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৩৯৩৫, সিলসিলাহ্ আয্ যঈফাহ্ ৩২৩০, জইফ আল জামি ২০৮৯। কারণ এর সানাদে ইয়াহ্ইয়া বিন হাসান একজন দুর্বল রাবী। ঈমাম যাহাবী এবং হাফিয ইবনি হাজার [রাহিমাহুল্লাহ] তাকে মাজহূল বলেছেন। আর আশ্আস বিন ইসহকব ও একজন মাজহূল রাবী। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

By মিশকাত মুহিউস সুন্নাহ

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply