রাঃসাঃ এর ব্যবহৃত পানি ও চুলের দ্বারা সাহাবীগণের বরকত লাভ
রাঃসাঃ এর ব্যবহৃত পানি ও চুলের দ্বারা সাহাবীগণের বরকত লাভ << নবুওয়তের মুজিযা হাদীসের মুল সুচিপত্র দেখুন
ঊনত্রিশতম পরিচ্ছেদ – রাঃসাঃ এর ব্যবহৃত পানি ও চুলের দ্বারা সাহাবীগণের বরকত লাভ
আনাস ইবনু মালিক রাদি. আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাঃসাঃ যখন ভোরের নামায আদায় করতেন তখন মদীনার খাদিমরা তাদের পাত্রে করে পানি নিয়ে আসত। তাহাঁর কাছে কোনো পাত্র আনা হলে তিনি তাতে হাত ডুবিয়ে দিতেন। আর শীতের দিনেও কখনো কখনো তিনি হাত ডূবিয়ে দিতেন।[1]
আনাস রাদি. আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি ক্ষোরকার রাঃসাঃ এর চুল মুড়াচ্ছে আর সাহাবীরা তার চারপাশ ঘিরে রেখেছেন। তাঁরা চাইতেন যে, কোনো চুল যেন মাটিতে না পড়ে যায়, যেন কারো না কারো হাতে পড়ে।[2]
[1] সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৩২৪।
[2] সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৩২৫।
Leave a Reply