সালামের উত্তর দেয়া রাস্তায় বসার হক
সালামের উত্তর দেয়া রাস্তায় বসার হক >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২. অধ্যায়ঃ সালামের উত্তর দেয়া রাস্তায় বসার হক
৫৫৪০
ইসহাক্ ইবনি আবদুল্লাহ ইবনি আবু তাল্হার আব্বা {আবদুল্লাহ [রাদি.] } হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা [গৃহের সম্মুখের উন্মুক্ত] উঠানে বসে গল্প-গুজব করিতেছিলাম। তখন রাসূলুল্লাহ [সাঃআঃ] আসলেন এবং আমাদের সম্মুখে দাঁড়িয়ে বলিলেন, রাস্তা-ঘাটে বসে বৈঠকে করা তোমাদের কি আচরণ? রাস্তাঘাটে মাজলিস করা তোমরা ছেড়ে দাও। আমরা বললাম, আমরা তো কাউকে কষ্ট দেয়ার উদ্দেশে বসিনি। আমরা শলা-পরামর্শ ও আলোচনা করছি। তিনি বলিলেন, যদি তা না করলেই নয়, তাহলে রাস্তার হক আদায় করিবে- আর তা হলো চোখ নিচু রাখা, সালামের উত্তর দেয়া এবং ভাল কথা বলা।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৬২, ইসলামিক সেন্টার- ৫৪৮৪]
৫৫৪১
আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেছেন, তোমরা পথে বৈঠক করা হইতে সাবধান থাকো। তারা বলিলেন, হে আল্লাহর রসূল! রাস্তায় বসা ব্যতীত আমাদের উপায় নেই। সেখানে আমরা আলাপচারিতায় থাকি। রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ নিতান্তই যদি তোমাদের বসতেই হয়, তাহলে তোমরা রাস্তার হক আদায় করিবে। তারা প্রশ্ন করিলেন, রাস্তার হক কি? তিনি বলিলেন, দৃষ্টি নিচু রাখা, [কাউকে] কষ্ট দেয়া থেকে বিরত থাকা, সালামের উত্তর দেয়া এবং সৎ কাজের নির্দেশ করা ও মন্দ কাজে বাধা প্রদান করা।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৬৩, ইসলামিক সেন্টার- ৫৪৮৫]
৫৫৪২
যায়দ ইবনি আসলাম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
যায়দ ইবনি আসলাম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উপরোক্ত সূত্রে হাদীস বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন ৫৪৬৪, ইসলামিক সেন্টার ৫৪৮৬]