সাদকাহ করা জন্য পারিশ্রমিকের বোঝা বহন করা
সাদকাহ করা জন্য পারিশ্রমিকের বোঝা বহন করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২১. অধ্যায়ঃ সাদকাহ করা জন্য পারিশ্রমিকের বোঝা বহন করা, দানকারীর দান পরিমাণে কম করলে খোঁটা দেয়া বা তাকে হেয় মনে করা কঠোরভাবে নিষিদ্ধ
২২৪৫
আবু মাসঊদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা বোঝা বহনকারী শ্রমিক ছিলাম, আমাদেরকে দান-খায়রাত করার জন্য নির্দেশ দেয়া হলো। অতঃপর আবু আক্বীল অর্ধ সা সাদকাহ করিল এবং আরেক ব্যক্তি এর চেয়ে কিছু বেশী নিয়ে আসল। মুনাফিক্বরা বলিতে লাগল আল্লাহ্র কাছে সামান্য দানের কোন মূল্য নেই এবং তিনি এর মুখাপেক্ষী নন। আর দ্বিতীয় ব্যক্তি [আবু আক্বীল] শুধু লোক দেখানোর উদ্দেশেই দান করিয়াছেন। অতঃপর এ আয়াত নাযিল হলো:
الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلاَّ جُهْدَهُمْ
“যারা বিদ্রূপ করে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে সাদকাহ প্রদানকারী মুমিনদেরকে, আর তাদেরকে যাদের পারিশ্রমিক ছাড়া কোন আয় বা সামর্থ্য নেই”- [সূরাহ আত্ ত্বওবাহ্ ৯:৭৯]। বিশ্রের বর্ণনায় [আরবী] শব্দটি নেই। [ইসলামিক ফাউন্ডেশন- ২২২৪, ইসলামিক সেন্টার-২২২৫]
২২৪৬
শুবাহ্ [রাদি.] থেকে এ সুত্র হইতে বর্ণীতঃ
এ হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। সাঈদ ইবনি রবী-এর বর্ণনায় আছে: আবু মাসঊদ [রাদি.] বলেন, আমরা পিঠে করে বোঝা বহন করতাম। [ইসলামিক ফাউন্ডেশন- ২২২৫, ইসলামিক সেন্টার-২২২৬]