শেষ যুগে ঈমান বিদায় নিবে
শেষ যুগে ঈমান বিদায় নিবে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৬৬. অধ্যায়ঃ শেষ যুগে ঈমান বিদায় নিবে
২৭০
আনাস [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকিবে ততক্ষণ পর্যন্ত কিয়ামাত হইবে না।
আব্দ ইবনি হুমায়দ [রহমাতুল্লাহি আলাইহি] ….. আনাস [রাঃআ:] হইতে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ্ [সাঃআ:] ইরশাদ করেন : আল্লাহ আল্লাহ বলার মতো একটি মানুষ অবশিষ্ট থাকতে কিয়ামাত হইবে না। [ই.ফা. ২৭৩, ২৭৪; ই.সে. ২৮৪]