শাফাআত ও তাওহীদবাদীদের জাহান্নাম থেকে উদ্ধার লাভের প্রমাণ
শাফাআত ও তাওহীদবাদীদের জাহান্নাম থেকে উদ্ধার লাভের প্রমাণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিচে মুসলিম শরীফ এর একটি অধ্যায় পড়ুন
৮২. অধ্যায়ঃ শাফাআত ও তাওহীদবাদীদের জাহান্নাম থেকে উদ্ধার লাভের প্রমাণ
৩৪৫
আবু সাঈদ আল খুদরী [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেনঃ জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাহাঁর রহমাতেই তিনি যাকে ইচ্ছা জান্নাতে প্রবেশ করাবেন। আর জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। তারপর [ফেরেশতাহাদেরকে] বলবেন : যার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান দেখিতে পাবে তাকেও জাহান্নাম থেকে উদ্ধার করে আনবে এবং তারা এমন কিছু লোককে সেখান থেকে বের করে আনবে, যারা আগুনে জ্বলে কালো হয়ে গেছে এবং হায়াত বা হায়া নামক নহরে নিক্ষেপ করিবে। তখন তারা এতে এমন সতেজ হয়ে উঠবে যেমনভাবে শস্য অঙ্কুর স্রোতবাহিত পলিতে সতেজ হয়ে উঠে। তোমরা কি দেখনি, কত সুন্দররূপে সে শস্যদানা কেমনভাবে হলদে মাথা মোড়ানো অবস্থায় অঙ্কুরিত হয়? [ই.ফা. ৩৫৩; ই.সে. ৩৬৪]
৩৪৬
উহায়ব ও খালিদ উভয়ে আম্র ইবনি ইয়াহ্ইয়ার সূত্রে হইতে বর্ণিতঃ
উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। নবি [সাঃআ:] বলেছেনঃ অতঃপর তাহাদেরকে [জাহান্নাম থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত লোকদের] হায়াত নামক নহরে ফেলে দেয়া হইবে। খালিদের বর্ণনায় আছে, প্লাবনে সিক্ত মাটিতে বীজ যেমন অঙ্কুরিত হয়ে উঠে। উহায়বের বর্ণনায় রয়েছে : যেমন বীজ আপনা আপনি তরতাজা হয়ে ওঠে পানির স্রোতের কিনারায় কাদা মাটির মধ্যে। [ই.ফা. ৩৫৪; ই.সে. ৩৬৫]
৩৪৭
আবু সাঈদ আল খুদরী [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃআ:] বলেনঃ জাহান্নামীদের মধ্যে যারা প্রকৃত জাহান্নামী তাহাদের মৃত্যুও ঘটবে না এবং তারা বেঁচেও থাকিবে না। তবে তন্মধ্যে তাহাদের এমন কতিপয় লোকও থাকিবে যারা গুনাহের দায়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। এরপর আল্লাহ তাআলা [তাহাদের উপর পতিত আযাবের নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেলে] তাহাদেরকে কিছুকাল নির্জীব করে রেখে দিবেন। অবশেষে তারা পুড়ে কয়লার মতো হয়ে যাবে। এ সময়ে আল্লাহর পক্ষ থেকে শাফাআতের অনুমতি হইবে। তখন এদেরকে দলে দলে নিয়ে আসা হইবে এবং জান্নাতের নহরগুলোতে ছড়িয়ে দেয়া হইবে। পরে বলা হইবে, হে জান্নাতীরা! তোমরা এদের গায়ে পানি ঢেলে দাও। ফলতঃ স্রোতবাহিত পলিতে গজিয়ে উঠা শস্য দানার ন্যায় তারা সজীব হয়ে উঠবে। উপস্থিতদের মধ্যে একজন বলিলেন, রসুলুল্লাহ [সাঃআ:] যেন এককালে গ্রামে অবস্থান করিতেন। [ই.ফা. ৩৫৫; ই.সে. ৩৬৬]
৩৪৮
আবু সাঈদ আল খুদরী [রাঃআ:] হইতে বর্ণিতঃ
তিনি রসুলুল্লাহ [সাঃআ:] থেকে ফী হামীলিস সাইলি কথাটি পর্যন্ত বর্ণনা করিয়াছেন। তবে পরবর্তী অংশটুকু উল্লেখ করেননি। [ই.ফা. ৩৫৬; ই.সে. ৩৬৭]