নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও রৌপ্যের বাসনে পান করা
নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও রৌপ্যের বাসনে পান করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১. অধ্যায়ঃ নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও রৌপ্যের বাসনে পান করা ও অনুরূপ কাজে ব্যবহার করা হারাম হওয়া প্রসঙ্গে
৫২৭৯
নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] এর স্ত্রী উম্মু সালামাহ্ [রা:] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে লোক রৌপ্যের বাসনে পান করে সে যেন তার পেটের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২১২, ইসলামিক সেন্টার- ৫২২৪]
৫২৮০
কুতাইবাহ্, মুহাম্মাদ ইবনি রুম্হ, আলী ইবনি হুজর সাদী, ইবনি নুমায়র, ইবনিল মুসান্না, আবু বাকর ইবনি আবু শাইবাহ্, মুহাম্মাদ ইবনি আবু বাকর মুকাদ্দেমী ও শাইবান ইবনি ফার্রুখ [রহমাতুল্লাহি আলাইহি] তাঁরা সকলেই নাফি [রহমাতুল্লাহি আলাইহি] হইতে মালিক ইবনি আনাস [রা:] এর সূত্র হইতে বর্ণীতঃ
নাফি [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করিয়াছেন। তবে উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] এর সানাদে আলী ইবনি মুস্হির [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসে বাড়তি আছে, যে ব্যক্তি রৌপ্য ও স্বর্ণের পাত্রে খাবে অথবা পান করিবে। ইবনি মুস্হির [রহমাতুল্লাহি আলাইহি] এর হাদীস ব্যতীত অন্য কারো হাদীসে স্বর্ণের পাত্রে আহার করার কথা বর্ণিত নেই। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২১৩, ইসলামিক সেন্টার- ৫২২৫]
৫২৮১
উম্মু সালামাহ্ [রা:] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন: যে লোক স্বর্ণ বা রৌপ্য দ্বারা নির্মিত বাসনে পান করে সে শুধু তার পেটে জাহান্নামের অগ্নি প্রবেশ করায়। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২১৪, ইসলামিক সেন্টার- ৫২২৬]