রোগীকে দেখিতে যাওয়া
রোগীকে দেখিতে যাওয়া >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৭. অধ্যায়ঃ রোগীকে দেখিতে যাওয়া
২০২৩
আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ [সাঃআঃ] এর সাথে বসা ছিলাম। এমন সময় আনসারদের জনৈক ব্যক্তি তাহাঁর নিকট এসে তাঁকে সালাম করিল। অতঃপর সে ফিরে যাচ্ছিল। রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, হে আনসারদের ভাই! আমার ভাই সাদ ইবনি উবাদাহ্ কেমন আছে? সে বলিল, ভাল। রসূলুল্লাহ [সাঃআঃ] জিজ্ঞেস করিলেন, তোমাদের মধ্যে কে কে তাঁকে দেখিতে যাবে? এই বলে তিনি উঠলেন। আমরাও তাহাঁর সাথে উঠে রওয়ানা হলাম। আমাদের সংখ্যা দশের অধিক ছিল। আমাদের পায়ে জুতা-মোজাও ছিল না। গায়ে জামাও ছিল না। মাথায় টুপিও ছিল না। আমরা পায়ে হেঁটে কঙ্করময় পথ অতিক্রম করে সেখানে গিয়ে পৌছলাম। তার পাশে উপস্থিত লোকেরা সরে গেল। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] ও তাহাঁর সাথী সাহাবীগণ সাদ এর কাছে গেলেন। [ইসলামিক ফাউন্ডেশন- ২০০৭, ইসলামিক সেন্টার- ২০১৪]