রসূলুল্লাহ [সাঃ] এর হেলমেট [শিরস্ত্রাণ] এর বিবরণ

রসূলুল্লাহ [সাঃ] এর হেলমেট [শিরস্ত্রাণ] এর বিবরণ

রসূলুল্লাহ [সাঃ] এর হেলমেট [শিরস্ত্রাণ] এর বিবরণ , এই অধ্যায়ে হাদীস ২ টি ( ৮৪-৮৫ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-১৬ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর হেলমেট (শিরস্ত্রাণ) এর বিবরণ

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ] এর হেলমেট [শিরস্ত্রাণ]

৮৪. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় মক্কায় [বিজয়ী বেশে] প্রবেশ করেন। তখন তাকে বলা হলো, ঐ যে ইবনি খাতাল কাৰাগৃহের গিলাফ ধরে ঝুলছে। তিনি বলিলেন, তোমরা তাকে হত্যা করো। {৮৬}

ব্যাখ্যা ঃ ইবনি খাতালকে যে কারণে হত্যা করা হয় ঃ জাহেলী যুগে তার নাম ছিল আবদুল উজ্জা। সে মদিনায় এসে ইসলাম কবুল করলে তার নাম রাখা হয় আবদুল্লাহ। রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে এক এলাকায় যাকাত আদায় করার জন্য নিযুক্ত করেন। তার সহযোগী একজন মুসলিম গোলাম ছিল। খাবার তৈরি করিতে একটু দেরী হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গোলামটিকে মেরে ফেলে এবং পালিয়ে মক্কায় গিয়ে ধর্মত্যাগী বা মুরতাদ হয়ে যায়। তাই মক্কা বিজয়ের দিন এ পাপিষ্ঠের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কোন অপরাধী কাবা ঘরের চাদর ধরে থাকলে তাকে নিরাপত্তা দেয়া হতো। নিয়মানুযায়ী নিরাপত্তার আশায় ইবনি খাতাল ঐ সময় কাবার গিলাফ ধরে থাকে। রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে হত্যার আদেশ দিলে সাহাবীগণ তাকে যমযম কূপ ও মাকামে ইবরাহীমের মধ্যবর্তী স্থানে এনে হত্যা করেন। {৮৬}সহিহ বোখারী, হাদিস নং/১৮৪৬; সহিহ মুসলিম, হাদিস নং/৩৩৭৪; আবু দাউদ, হাদিস নং/২৬৮৭; হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৮৫. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, মক্কা বিজয়ের বছর রসূলুল্লাহ [সাঃআঃ] তার মাথায় হেলমেট পরিধান করে মক্কায় প্রবেশ করেন। বর্ণনাকারী বলেন, এরপর তিনি তা খুলে রাখেন। এমন সময় এক ব্যক্তি এসে সংবাদ দিল যে, ইবনি খাতাল কাবা ঘরের গিলাফ ধরে ঝুলছে। তিনি বলিলেন, তোমরা তাকে হত্যা করো। {৮৭}

ইবনি শিহাব [রহঃ] বলেন, এ মর্মে আমার নিকট হাদিস পৌছেছে যে, রসূলুল্লাহ [সাঃআঃ] সে দিন ইহরাম অবস্থায় ছিলেন না।

{৮৭}মুয়াত্তা মালেক, হাদিস নং/৯৪৬; সহিহ বোখারী, হাদিস নং/৪২৪৬; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১০৯৫৫; হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

By ইমাম তিরমিজি

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply