যাকাত দেয়া এবং যাকাত দেয়া হইতে নিবৃত থাকা সম্পর্কে
যাকাত দেয়া এবং যাকাত দেয়া হইতে নিবৃত থাকা সম্পর্কে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩. অধ্যায়ঃ যাকাত দেয়া এবং যাকাত দেয়া হইতে নিবৃত থাকা সম্পর্কে
২১৬৭
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] উমর [রাদি.]-কে যাকাত আদায়ের জন্য পাঠালেন। অতঃপর রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলা হলো, ইবনি জামীল এবং খালিদ ইবনি ওয়ালীদ ও রসূলুল্লাহ [সাঃআঃ]-এর চাচা আব্বাস [রাদি.] যাকাত দিতে অস্বীকার করিয়াছেন। এখন রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, ইবনি জামীল দরিদ্র ছিল আল্লাহ তাকে ধনী করে দিয়েছেন সে প্রতিশোধ সে নিচ্ছে। আর খালিদ ইবনি ওয়ালীদের কাছে তোমরা যাকাত চেয়ে অবিচার করেছো। কারণ সে তার বর্ম এবং সম্পদ আল্লাহর পথে ওয়াক্বফ করে রেখেছে। আমার চাচা আব্বাস, তার এ বছরের যাকাত ও তার সমপরিমাণ আরও আমার জিম্মায়। অতঃপর তিনি বলিলেন, হে উমর! তুমি কি উপলব্ধি করছ না যে, কোন ব্যক্তির চাচা তার পিতার সমতুল্য। [ইসলামিক ফাউন্ডেশন- ২১৪৬, ইসলামিক সেন্টার- ২১৪৮]