রূপার তৈরি ও হাবশী মোহরযুক্ত আংটি
রূপার তৈরি ও হাবশী মোহরযুক্ত আংটি >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৫. অধ্যায়ঃ রূপার তৈরি ও হাবশী মোহরযুক্ত আংটি
৫৩৭৯
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এর আংটিটি ছিল রূপার প্রস্তুতকৃত। এর মোহরটি ছিল হাবশী {১৬}। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৩০৯, ইসলামিক সেন্টার- ৫৩২৫]
{১৬} হাবশার পাথরের কিংবা হাবশী রঙের ।
৫৩৮০
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] তাহাঁর ডান হাতে রূপার একটি আংটি পরিধান করিয়াছেন। তাতে হাবশী মোহর ছিল। তিনি এর মোহরটি হাতের তালুর দিকে রাখতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১০, ইসলামিক সেন্টার- ৫৩২৬]
৫৩৮১
ইউনুস ইবনি ইয়াযীদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সূত্রে তালহা ইবনি ইয়াহ্ইয়া [রহমাতুল্লাহি আলাইহি] এর হাদীসের অবিকল রিওয়ায়াত করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১১, ইসলামিক সেন্টার- ৫৩২৭]