মোরগের ডাক শুনলে দোয়া । গাধার স্বর ও কুকুরের ডাক শুনলে দোআ

মোরগের ডাক শুনলে দোয়া । গাধার স্বর ও কুকুরের ডাক শুনলে দোআ

মোরগের ডাক শুনলে দোয়া । গাধার স্বর ও কুকুরের ডাক শুনলে দোআ  << হিসনুল মুসলিম এর মুল সুচিপত্র দেখুন

মোরগের ডাক শুনলে দোয়া

মোরগের ডাক ও গাধার স্বর শুনলে পড়ার দো‘আ
রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দো‘আ

১১০. মোরগের ডাক ও গাধার স্বর শুনলে পড়ার দো‘আ

২২৮- “যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফিরিশতা দেখেছে। আর যখন তোমরা কোনো গাধার স্বর শুনবে, তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কেননা সে শয়তান দেখেছে।”

বুখারী (ফাতহুল বারীসহ), ৬/৩৫০, নং ৩৩০৩; মুসলিম, ৪/২০৯২, নং ২৭২৯।

১১১. রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দো‘আ

২২৯- “যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাধার স্বর শুনবে, তখন তোমরা সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কেননা সেগুলো তা দেখে তোমরা যা দেখতে পাও না।”

আবূ দাঊদ ৪/৩২৭, নং ৫১০৫; আহমাদ ৩/৩০৬, নং ১৪২৮৩। আর শাইখ আলবানী একে সহীহ আবি দাউদে ৩/৯৬১, সহীহ বলেছেন।


Leave a Reply