নির্জনে আজ্নাবিয়্যাহ্ {২৪} মেয়েলোকের নিকট অবস্থান করা
নির্জনে আজ্নাবিয়্যাহ্ {২৪} মেয়েলোকের নিকট অবস্থান করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৮. অধ্যায়ঃ নির্জনে আজ্নাবিয়্যাহ্ {২৪} মেয়েলোকের নিকট অবস্থান করা এবং তার নিকট প্রবেশাধিকার নিষিদ্ধকরণ
৫৫৬৬
জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ হুঁশিয়ার! কোন পুরুষ কোন বয়স্কা নারীর সাথে কিছুতেই রাত্রি যাপন করিবে না; তবে যদি সে তার স্বামী হয় কিংবা মাহ্রাম হয় [তাহলে করিতে পারে]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৮৬, ইসলামিক সেন্টার- ৫৫১০]
{২৪} যে নারীর সঙ্গে কোন পুরুষের বিবাহ বন্ধন স্থায়ীভাবে বৈধ- ইসলামী শারীআতে সে নারীকে ঐ পুরুষের জন্য আজ্নাবিয়্যাহ্ তথা বেগানাহ্ বলা হয়।
৫৫৬৭
উকবাহ্ ইবনি আমির [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ হুঁশিয়ার! [বেগানাহ] নারীদের নিকট তোমরা প্রবেশ করা পরিত্যাগ করো। সে সময় আনসারীদের এক লোক বলিল- দেবর সম্পর্কে আপনার কি মতামত? তিনি বলিলেন- দেবর তো মৃত্যু তুল্য।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৮৭, ইসলামিক সেন্টার- ৫৫১১]
৫৫৬৮
ইয়াযীদ আবু হাবীব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
আবু তাহির [রহমাতুল্লাহি আলাইহি] ….. ইয়াযীদ আবু হাবীব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উপরোল্লিখিত সূত্রে হুবহু হাদীস রিওয়ায়াত করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৮৮, ইসলামিক সেন্টার- ৫৫১২]
৫৫৬৯
ইবনি ওয়াহ্ব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
ইবনি ওয়াহ্ব [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, লায়স ইবনি সাদ [রহমাতুল্লাহি আলাইহি] -কে আমি বলিতে শুনেছি যে, [–] শব্দের অর্থ স্বামীর ভাই [দেবর-ভাসুর] এবং স্বামীর আত্মীয়-স্বজনদের মধ্যে তার [স্বামীর ভাইয়ের] সমপর্যায়ের চাচাত ভাই প্রমুখ। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৮৯, ইসলামিক সেন্টার- ৫৫১৩]
৫৫৭০
আবদুল্লাহ ইবনি আম্র ইবনিল আস [রাদি.] {আবদুর রহ্মান ইবনি জুবায়র [রাদি.] -এর নিকট} হইতে বর্ণীতঃ
[বানূ] হাশিম সম্প্রদায়ের একদল লোক আসমা বিনতু উমায়স [রাদি.] -এর নিকট প্রবেশ করলো। তারপর আবু বাক্র সিদ্দীক [রাদি.] ও [গৃহে] প্রবেশ করিলেন, তখন তিনি {আসমা [রাদি.] }, তাহাঁর সহধর্মিণী ছিলেন। তাদের দেখিতে পেয়ে ঐ বিষয়টি [অনুমতি ছাড়া প্রবেশ] অপছন্দ করিলেন। তিনি তা রাসুলুল্লাহ [সাঃআঃ] -এর নিকট আলোচনা করিলেন এবং [এ কথাও] বলিলেন, অকল্যাণ কিছুই দেখিনি। রাসুলুল্লাহ [সাঃআঃ] বললেনঃআল্লাহ্ অবশ্যই তাকে এ থেকে পবিত্র রেখেছেন। অতঃপর রাসুলুল্লাহ [সাঃআঃ] মিম্বারে দাঁড়িয়ে বলিলেন, আমার আজকের এ দিনের পরে কোন পুরুষ তার সঙ্গে একজন পুরুষ বা দুজন পুরুষ ছাড়া কোন মহিলার নিকট প্রবেশ করিবে না যার স্বামী উপস্থিত নেই।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৯০, ইসলামিক সেন্টার- ৫৫১৪]