মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করে তার জন্য সাওয়াব পৌছানো
মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করে তার জন্য সাওয়াব পৌছানো >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৫. অধ্যায়ঃ মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করে তার জন্য সাওয়াব পৌছানো
২২১৬
আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
এক ব্যক্তি নবী [সাঃআঃ] এর কাছে এসে বলিল, হে আল্লাহর রাসুল [সাঃআঃ]! আমার মা হঠাৎ করে মারা গেছেন এবং কোন ওয়াসিয়্যাত করিতে পারেননি। আমার মনে হয়, তিনি যদি কথা বলিতে পারতেন তাহলে ওয়াসিয়্যাত করে যেতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে সাদকাহ করি তাহলে কি তিনি সাওয়াব পাবেন? উত্তরে তিনি বলিলেন, হ্যাঁ। [ইসলামিক ফাউন্ডেশন- ২১৯৫, ইসলামিক সেন্টার- ২১৯৭]
২২১৭
যুহায়র ইবনি হারব, আবু কুরায়ব, আলী ইবনি হুজ্র ও হাকাম ইবনি মূসা [রহমাতুল্লাহি আলাইহি] … হইতে বর্ণীতঃ
বর্ণনাকারী হিশাম এ সানাদের মাধ্যমে উপরের হাদিসের অনুরূপ বর্ণনা করিয়াছেন।
আর আবু উসামার হাদীসে “তিনি ওয়াসিয়্যাত করেননি”” বলা হয়েছে যেমনটি ইবনি বিশর এর বর্ণনায় রয়েছে। কিন্তু বাকী রাবীগণ এ কথা বর্ণনা করেননি। [ইসলামিক ফাউন্ডেশন- ২১৯৬, ইসলামিক সেন্টার- ২১৯৮]