মৃতের দোষ ত্রুটি বর্ণনা করা নিষেধ – রিয়াদুস সালেহীন
মৃতের দোষ ত্রুটি বর্ণনা করা নিষেধ – রিয়াদুস সালেহীন >> রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন
পরিচ্ছেদ – ১৫৪: মৃতের দোষ ত্রুটি বর্ণনা করা নিষেধ
১/৯৩৩. وَعَنْ أَبي رَافِعٍ أَسلَمَ مَولَى رَسُولِ اللهِ ﷺ: أَنَّ رَسُولَ اللهِ ﷺ، قَالَ: « مَنْ غَسَّلَ مَيتاً فَكَتَمَ عَلَيْهِ، غَفَرَ اللهُ لَهُ أربَعِينَ مَرَّة ». رواه الحاكم، وَقَالَ: صحيح عَلَى شرط مسلم
১/৯৩৩। রাসূলুল্লাহ সাঃআঃ এর স্বাধীনকৃত দাস আবূ রাফে’ আসলাম রাঃআঃ হতে বর্ণিত, রসূলল্লাহ সাঃআঃ বলেছেন, ‘‘যে ব্যক্তি মৃতকে গোসল দেবে এবং তার দোষ গোপন রাখবে, আল্লাহ তাকে চল্লিশবার ক্ষমা করিবেন।’’ [হাকেম, মুসলিমের শর্তে সহীহ] [1]
[1] সিলসিলা সহীহা ২৩৫৩