মুমিনদের পারস্পারিক সহমর্মিতা , সহানুভূতি ও সহযোগিতা
মুমিনদের পারস্পারিক সহমর্মিতা , সহানুভূতি ও সহযোগিতা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৭. অধ্যায়ঃ মুমিনদের পারস্পারিক সহমর্মিতা , সহানুভূতি ও সহযোগিতা
৬৪৭৯
আবু মূসা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] ইরশাদ করেন ঃ একজন মুমিন ব্যক্তি অপর মুমিনের জন্য একটি অট্টালিকা সদৃশ, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৪৯, ইসলামিক সেন্টার- ৬৩৯৯]
৬৪৮০
নুমান ইবনি বাশীর হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মুমিনদের উদাহরন তাদের পারস্পারিক ভালবাসা, দয়ার্দ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের ন্যায় যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৫০, ইসলামিক সেন্টার- ৬৪০০]
৬৪৮১
নুমান ইবনি বাশীর [রাদি.] হইতে বর্ণীতঃ
ইসহাক্ আল হান্যালী [রহমাতুল্লাহি আলাইহি] ….. নুমান ইবনি বাশীর [রাদি.]-এর সূত্রে নবী [সাঃআঃ] থেকে হুবহু বর্ণনা করিয়াছেন । [ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৫১, ইসলামিক সেন্টার- ৬৪০১]
৬৪৮২
নুমান ইবনি বাশীর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মুমিন সম্প্রদায় একজন ব্যক্তির ন্যায়। যখন তার মাথায় অসুস্থতা দেখা দেয় তখন সমস্ত দেহই তাপ ও অনিদ্রায় আক্রান্ত হয়ে পড়ে। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৫২, ইসলামিক সেন্টার- ৬৪০২]
৬৪৮৩
নুমান ইবনি বাশীর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ সকল মুসলিম একজন ব্যক্তির সমতুল্য। যদি তার চক্ষু পীড়িত হয় তবে তার সমগ্র দেহ পীড়িত হয়ে পড়ে। যদি তার মাথা আক্রান্ত হয় তাহলে সমগ্র শরীরই আক্রান্ত হয়ে পড়ে। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৫৩, ইসলামিক সেন্টার- ৬৪০৩]
৬৪৮৪
নুমান ইবনি বাশীর [রাদি.] হইতে বর্ণীতঃ
ইবনি নুমায়র [রহমাতুল্লাহি আলাইহি] ….. নুমান ইবনি বাশীর [রাদি.] নবী [সাঃআঃ] থেকে অনুরূপ বর্ণনা করিয়াছেন । [ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৫৪, ইসলামিক সেন্টার- ৬৪০৪]