আরাফাহ্ দিবসে মিনা থেকে আরাফাতে যাবার পথে তালবিয়াহ
আরাফাহ্ দিবসে মিনা থেকে আরাফাতে যাবার পথে তালবিয়াহ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪৬. অধ্যায়ঃ আরাফাহ্ দিবসে মিনা থেকে আরাফাতে যাবার পথে তালবিয়াহ ও তাকবীর পাঠ করার বর্ণনা
২৯৮৬
আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] তার পিতা হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা সকালবেলা যখন রসূলুল্লাহ [সাঃআঃ]–এর সাথে মিনা থেকে আরাফার দিকে রওনা হলাম, তখন আমাদের মধ্যে কতক তালবিয়াহ্ পাঠকারী এবং কতক তাকবীর পাঠকারী ছিল। [ইসলামিক ফাউন্ডেশন- ২৯৬১, ইসলামিক সেন্টার- ২৯৫৯]
২৯৮৭
আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] তাহাঁর পিতা হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা আরাফাহ্ দিবসের সকালবেলা রসূলুল্লাহ [সাঃআঃ]–এর সাথে ছিলাম। আমাদের মধ্যে কতক তাকবীর ধ্বনি উচ্চারণ করছিল, আর কতক তালবিয়াহ্ পাঠ করছিল। আমরা তাকবীর ধ্বনি করেছি। অধঃস্তন রাবী [আবদুল্লাহ ইবনি আবু সালামাহ্] বলেন, আমি [আবদুল্লাহ ইবনি আবদুল্লাহকে] বললাম, কী আশ্চর্য! আপনি তাকে [আবদুল্লাহ ইবনি উমর] কেন জিজ্ঞেস করিলেন না যে, আপনি এ ক্ষেত্রে রসূলুল্লাহ [সাঃআঃ]–কে কী করিতে দেখেছেন? [ইসলামিক ফাউন্ডেশন- ২৯৬২, ইসলামিক সেন্টার- ২৯৬০]
২৯৮৮
মুহাম্মাদ ইবনি আবু বকর আস্ সাক্বাফী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি আনাস ইবনি মালিক [রাদি.]–এর সাথে সকালবেলা মিনা থেকে আরাফায় যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করিলেন, আপনারা এ দিন রসূলুল্লাহ [সাঃআঃ]–এর সাথে কিভাবে কী করিতেন? তিনি বলিলেন, আমাদের কতক তালবিয়াহ পাঠ করত কিন্তু তাতে বাধা দেয়া হতো না এবং কতক তাকবীর ধ্বনি উচ্চারণ করত কিন্তু তাতেও বাধা দেয়া হতো না। [ইসলামিক ফাউন্ডেশন- ২৯৬৩, ইসলামিক সেন্টার- ২৯৬১]
২৯৮৯
মুহাম্মাদ ইবনি আবু বকর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আরাফাহ্ দিবসের সকালবেলা আনাস ইবনি মালিক [রাদি.]–কে জিজ্ঞেস করলাম, এ দিন আপনারা তালবিয়ার ক্ষেত্রে কী বলিতেন? তিনি বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]–এর সাথে আমি ও তাহাঁর সাহাবীগণ এ পথ ভ্রমণ করেছি। আমাদের কতক আল্ল-হু আকবার ধ্বনি উচ্চারণ করেছে এবং কতক তালবিয়াহ
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ
[লাব্বায়কা আল্ল-হুম্মা লাব্বায়কা] উচ্চারণ করেছে। এতে আমাদের কেউ কারো দোষ ধরেনি। [ইসলামিক ফাউন্ডেশন- ২৯৬৪, ইসলামিক সেন্টার- ২৯৬২]