মানৎ পূর্ণ করার নির্দেশ
মানৎ পূর্ণ করার নির্দেশ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১. অধ্যায়ঃ মানৎ পূর্ণ করার নির্দেশ
৪১২৭
ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, সাদ ইবনি উবাদাহ [রাদি.] রসূলুল্লাহ [সাঃআঃ]- এর নিকট সে মানতের কথা জিজ্ঞেস করেন, যা তাহাঁর মায়ের যিম্মায় ছিল, কিন্তু তিনি তা পূর্ণ করার আগেই মারা যান। রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, তুমি তাহাঁর পক্ষ থেকে তা আদায় কর। [ইসলামিক ফাউন্ডেশন- ৪০৮৯, ইসলামিক সেন্টার- ৪০৮৮]
৪১২৮
আব্দ ইবনি হুমায়দ ও উসমান ইবনি আবু শাইবাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
ইয়াহ্ইয়া ইবনি ইয়াহ্ইয়া, আবু বাক্র ইবনি আবু শাইবাহ, আমর আন্ নাকিদ, ইসহাক্ ইবনি ইবরাহীম, হারমালাহ্ ইবনি ইয়াহ্ইয়া, আব্দ ইবনি হুমায়দ ও উসমান ইবনি আবু শাইবাহ [রহমাতুল্লাহি আলাইহি] সবাই যুহরী [রহমাতুল্লাহি আলাইহি]- এর সূত্রে লায়স [রহমাতুল্লাহি আলাইহি]- এর বর্ণিত সানাদের সমার্থক হাদীস বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪০৯০, ইসলামিক সেন্টার- ৪০৮৯]