মানুষ বরবাদ হয়ে গেছে উক্তি নিষিদ্ধকরণ
মানুষ বরবাদ হয়ে গেছে উক্তি নিষিদ্ধকরণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪১. অধ্যায়ঃ মানুষ বরবাদ হয়ে গেছে উক্তি নিষিদ্ধকরণ
৬৫৭৭
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ যদি কোন লোক বলে মানুষ বরবাদ হয়ে গেছে তাহলে সে সব লোকের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
আবু ইসহাক [রাদি.] বলেন, আমি জানি না যে, তিনি সে তাদের বরবাদ করেছে”- বলেছেন, না তাদের মাঝে সবচেয়ে বেশী ধ্বংসপ্রাপ্ত বলেছেন? [ই.ফা, ৬৪৪৪, ইসলামিক সেন্টার- ৬৪৯৫]
৬৫৭৮
সুহায়ল [রাদি.] হইতে বর্ণীতঃ
সুহায়ল [রাদি.] হইতে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন। [ই.ফা, ৬৪৪৫, ই.সে ৬৪৯৬]