মাদীনাবাসী দের যে ক্ষতি করিতে চায় আল্লাহ্ তাকে গলিয়ে দিবেন
মাদীনাবাসী দের যে ক্ষতি করিতে চায় আল্লাহ্ তাকে গলিয়ে দিবেন >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৮৯. অধ্যায়ঃ মাদীনাবাসী দের যে ক্ষতি করিতে চায় আল্লাহ্ তাকে গলিয়ে দিবেন
৩২৪৯
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আবুল ক্বাসিম রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি শহরের অর্থাৎ মদীনার অধিবাসীদের ক্ষতি করিতে চাইবে আল্লাহ্ তাকে এমনভাবে গলিয়ে দিবেন যেমন লবণ পানিতে গলে যায়। [ইসলামিক ফাউন্ডেশন- ৩২২৪, ইসলামিক সেন্টার- ৩২২১]
৩২৫০
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি এখানকার [মদীনার] অধিবাসীদের ক্ষতি সাধনের ইচ্ছা করিবে, আল্লাহ্ তাকে গলিয়ে ফেলবেন যেমন লবণ পানিতে গলে যায়। [ইসলামিক ফাউন্ডেশন- ৩২২৫, ইসলামিক সেন্টার- ৩২২২]
৩২৫১
আবু হুরায়রাহ্ [রাদি.]–এর সুত্র হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ]-এর অনুরূপ বর্ণিত হয়েছে। [ইসলামিক ফাউন্ডেশন- ৩২২৬, ইসলামিক সেন্টার- ৩২২৩]
৩২৫২
সাদ ইবনি আবু ওয়াক্কাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি মাদীনাবাসীদের ক্ষতি করিতে চাইবে, আল্লাহ্ তাকে এমনভাবে গলিয়ে দিবেন যেমন লবণ পানিতে গলে যায়। [ইসলামিক ফাউন্ডেশন- ৩২২৭, ইসলামিক সেন্টার- ৩২২৪]
৩২৫৩
সাদ ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ …. উপরোক্ত হাদীসের অনুরূপ। তবে এ সূত্রে আকস্মিক আক্রমণ অথবা ক্ষতিসাধন এর কথা উল্লেখ আছে। [ইসলামিক ফাউন্ডেশন- ৩২২৮, ইসলামিক সেন্টার- ৩২২৫]
৩২৫৪
আবু হুরায়রাহ্ [রাদি.] ও সাদ ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ
اللَّهُمَّ بَارِكْ لأَهْلِ الْمَدِينَةِ فِي مُدِّهِمْ
“হে আল্লাহ্! মাদীনাবাসীদের মুদ্দ-এ বারাকাত দান করুন” … অবশিষ্ট বর্ণনা পূর্ববৎ। তবে এতে আরো আছে : “যে ব্যক্তি এখানকার অধিবাসীদের ক্ষতি সাধনের চেষ্টা করিবে, আল্লাহ্ তাকে এমনভাবে গলিয়ে দিবেন যেমন পানিতে লবণ গলে যায়”। [ইসলামিক ফাউন্ডেশন- ৩২২৯, ইসলামিক সেন্টার- ৩২২৬]