মাজের শিশুদেরকে কাঁধে উঠানো যায়

মাজের শিশুদেরকে কাঁধে উঠানো যায়

মাজের শিশুদেরকে কাঁধে উঠানো যায় >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৯. অধ্যায়ঃ নামাজের শিশুদেরকে কাঁধে উঠানো যায়

১০৯৯. আবু ক্বাতাদাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] নামাজরত অবস্থায় তাহাঁর নাতনী আবুল আস ইবনির রাবী –এর ঔরশজাত কন্যা উমামাহ্‌ বিনতু যায়নাবকে কাঁধে উঠিয়ে নামাজ আদায় করেছিলেন। তিনি যখন দাঁড়াচ্ছিলেন তাকে [উমামাহ্‌ বিনতু যায়নাবকে] উঠিয়ে নিচ্ছিলেন। আবার যখন সাজদাতে যাচ্ছিলেন তখন নামিয়ে রাখছিলেন। ইয়াহ্‌ইয়া ইবনি ইয়াহ্‌ইয়া বলেন, [আমি এ হাদীসটি সম্পর্কে মালিককে জিজ্ঞেস করলে] মালিক বলেনঃ হ্যাঁ।

[ইসলামিক ফাউন্ডেশন- ১০৯৩, ইসলামিক সেন্টার- ১১০১]

১১০০. আবু ক্বাতাদাহ্‌ আল আনসারী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নবী [সাঃআঃ] -কে দেখেছি, তিনি [সাঃআঃ] সলাতে লোকদের ঈমামতি করছেন আর তাহাঁর নাতনী আবুল আস ইবনির রাবী-এর ঔরসজাত কন্যা উমামাহ্‌-কে [রসূলুল্লাহ [সাঃআঃ] -এর কন্যা যায়নাবের গর্ভজাত মেয়ে] তাহাঁর কাধের উপর রেখে ঈমামতি করিতে দেখেছি। তিনি [সাঃআঃ] যখন রুকুতে যাচ্ছেন তখন তাকে [কাঁধ থেকে] নামিয়ে রাখছেন, আবার সাজদাহ্ থেকে উঠার পড় পুনরায় কাঁধে উঠিয়ে নিচ্ছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ১০৯৪, ইসলামিক সেন্টার- ১১০২]

১১০১. আবু ক্বাতাদাহ্‌ আল আনসারী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেছেন, আমি দেখেছি, রসূলুল্লাহ [সাঃআঃ] সলাতে লোকদের ঈমামতি করছেন আর [তাহাঁর নাতনী] আবুল আস্‌ ইবনি রাবী-এর কন্যা উমামাহ্‌ [বিনতু যায়নাব] তাহাঁর কাঁধে বসে আছে। এমতাবস্থায় রসূলুল্লাহ [সাঃআঃ] সাজদাহ্ করার সময় তাকে নামিয়ে রাখছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ১০৯৫, ইসলামিক সেন্টার- ১১০৩]

১১০২. আবু ক্বাতাদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেছেন, আমরা মাসজিদে বসেছিলাম এমন সময় রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের কাছে আসলেন। এরপর অনুরূপ হাদীস বর্ণনা করিলেন। তবে রসূলুল্লাহ [সাঃআঃ] ঐ সলাতে ঈমামতি করছেন সে কথা তিনি এ হাদীসে উল্লেখ করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ১০৯৬, ইসলামিক সেন্টার- ১১০৪]

By ইমাম মুসলিম

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply