রসূলুল্লাহ [সাঃ] এর মস্তকাবরণ ব্যবহার বিষয়ক হাদীস

রসূলুল্লাহ [সাঃ] এর মস্তকাবরণ ব্যবহার

রসূলুল্লাহ [সাঃ] এর মস্তকাবরণ ব্যবহার , এই অধ্যায়ে হাদীস ১ টি ( ৯৫-৯৫ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-২০ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর মস্তকাবরণ ব্যবহার

১।পরিচ্ছদঃ সূলুল্লাহ [সাঃ] এর মস্তকাবরণ ব্যবহার

৯৫. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] প্রায় সবসময় মাথা ঢেকে রাখতেন। তার ঢেকে রাখার বস্তুটি [তৈলাক্ত হয়ে] এমন হয়েছিল যে, মনে হতো তা যেন কোন তৈল বিক্রেতার তৈল মোছার] একখণ্ড বস্তু। {৯৬}

ব্যাখ্যা • অধিক তেল ব্যবহারে কাপড় ময়লা হয়, তাই রসূলুল্লাহ [সাঃআঃ] মাথায় অতিরিক্ত কাপড় ব্যবহার করিতেন, যাতে টুপি বা পাগড়ি নষ্ট না হয়। এখানে কাপড় দ্বারা উদ্দেশ্য পাগড়ির নিচে ব্যবহারের কাপড়। {৯৬}শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৬৪। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

By ইমাম তিরমিজি

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply