মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত তার বর্ননা এবং তা হল মদীনায় মসজিদে নববী
মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত তার বর্ননা এবং তা হল মদীনায় মসজিদে নববী >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৯৬. অধ্যায়ঃ যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত তার বর্ননা এবং তা হল মদীনায় মসজিদে নববী
৩২৭৮
আবু সালামাহ্ ইবনি আব্দুর রহমান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
আবু সাঈদ আল খুদরী [রাদি.]-এর পুত্র আব্দুর রহমান [রহমাতুল্লাহি আলাইহি] আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে মসজিদের ভিত্তি তাক্বওয়ার উপর স্থাপিত হয়েছে” সে মসজিদ সম্পর্কে আপনার পিতাকে আপনি কিরূপ বলিতে শুনেছেন? তিনি বলেন, আমার পিতা আমাকে বলেছেন, তার কোন এক স্ত্রীর ঘরে আমি রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট উপস্থিত হলাম। আমি বললাম হে আল্লাহর রসুল! সে মসজিদ কোনটি যার ভিত্তি তাক্বওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে? রাবী [আবু সাঈদ] বলেন, তিনি একমুষ্টি কাঁকর তুলে তা জমিনের বুকে নিক্ষেপ করিলেন, অতঃপর বলিলেন, “তা তোমাদের এ মসজিদ মদীনার মসজিদ।” রাবী [আবু সালামাহ্] বলেন, এখন আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চিত আমিও আপনার পিতাকে এভাবেই ঐ মসজিদের উল্লেখ করিতে শুনেছি। [ইসলামিক ফাউন্ডেশন- ৩২৫৩, ইসলামিক সেন্টার- ৩২৫০]
৩২৭৯
আবু সাঈদ [রাদি.] হইতে বর্ণীতঃ
আবু সাঈদ [রাদি.] থেকে এ সানাদে উক্ত হাদীসের অনুরূপ বর্নীত হয়েছে। কিন্তু এ সানাদের মধ্যে আব্দুর রহমান ইবনি আবু সাঈদের নাম উল্লেখিত হয়নি। [ইসলামিক ফাউন্ডেশন- ৩২৫৪, ইসলামিক সেন্টার- ৩২৫১]