ভুলে পানাহার করলে বা সঙ্গম করে বসলে তাতে রোজা ভঙ্গ হয় না
ভুলে পানাহার করলে বা সঙ্গম করে বসলে তাতে রোজা ভঙ্গ হয় না >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৩. অধ্যায়ঃ ভুলে পানাহার করলে বা সঙ্গম করে বসলে তাতে রোজা ভঙ্গ হয় না
২৬০৬
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে কিছু খেয়েছে বা পান করেছে সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহ্ই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ২৫৮৩, ইসলামিক সেন্টার- ২৫৮২]