ভালো মানুষের সাহচর্য পছন্দ করা এবং খারাপ মানুষের সংস্পর্শ
ভালো মানুষের সাহচর্য পছন্দ করা এবং খারাপ মানুষের সংস্পর্শ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪৫. অধ্যায়ঃ ভালো মানুষের সাহচর্য পছন্দ করা এবং খারাপ মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকা
৬৫৮৬
আবু মূসা [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ সৎসঙ্গ ও অসৎসঙ্গের উদাহরণ মিশুক বিক্রেতা ও অগ্নিকুণ্ডে ফুৎকারকারীর [কামারের] ন্যায়। মিশক বিক্রেতা হয়ত তোমাকে কিছু দিবে। [সুগন্ধি নেয়ার জন্যে হাতে কিছুটা লাগিয়ে দিবে] অথবা তুমি তার কাছ হইতে সামান্য ক্রয় করিতে পারবে কিংবা তুমি তার থেকে সুমাণ লাভ করিবে। আর অগ্নিচুলায় ফুৎকারকারী হয়ত তোমার কাপড়কে পুড়াবে কিংবা তুমি তার দুর্গন্ধপ্রাপ্ত হইবে। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৫৩, ইসলামিক সেন্টার- ৬৫০৪]