বিধর্মী শাসক দের নিকট মহামহিম আল্লাহর প্রতি আহবান জানিয়ে

বিধর্মী শাসক দের নিকট মহামহিম আল্লাহর প্রতি আহবান জানিয়ে

বিধর্মী শাসক দের নিকট মহামহিম আল্লাহর প্রতি আহবান জানিয়ে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৭. অধ্যায়ঃ বিধর্মী শাসক দের নিকট মহামহিম আল্লাহর প্রতি আহবান জানিয়ে নবী [সাঃআঃ] -এর পত্রাবলী

৪৫০১. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] কিসরা [পারস্যের সম্রাট], কায়সার [রোমের সম্রাট] ও নাজাশী এবং অন্যান্য প্রভাবশালী শাসকগণের নিকট পত্র লিখেন, যাতে তিনি তাদের আল্লাহর দিকে দাওয়াত দেন। ইনি সে নাজাশী নন, যাঁর জানাযার নামাজ নবী [সাঃআঃ] আদায় করেছিলেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৫৮, ইসলামিক সেন্টার- ৪৪৬০]

৪৫০২. আনাস ইবনি মালিক [রাদি.] সূত্রে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ

আনাস ইবনি মালিক [রাদি.] সূত্রে নবী [সাঃআঃ] থেকে অনুরূপে বর্ণনা করিয়াছেন। কিন্তু তিনি এ কথা বলেননি যে, “তিনি সে নাজাশী নন, যাঁর জানাযার নামাজ নবী [সাঃআঃ] আদায় করেছিলেন।”

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৫৯, ইসলামিক সেন্টার- ৪৪৬১]

৪৫০৩. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

উল্লিখিত হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু তিনি এ কথা উল্লেখ করেননি যে, “তিনি সে নাজাশী নন, যাঁর জানাযার নামাজ নবী [সাঃআঃ] আদায় করেছিলেন।”

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৬০, ইসলামিক সেন্টার- ৪৪৬২]

By ইমাম মুসলিম

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply