বর্গাচাষ এবং টাকার বিনিময়ে জমি ভাড়া বিষয়
বর্গাচাষ এবং টাকার বিনিময়ে জমি ভাড়া বিষয় >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২০. অধ্যায়ঃ বর্গাচাষ এবং টাকার বিনিময়ে জমি ভাড়া বিষয়
৩৮৪৭. আবদুল্লাহ ইবনি সায়িব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনি মাকালের নিকট মুযারাআ সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি বলিলেন, সাবিত ইবনি যাহহাক [রাদি.] আমাকে জানিয়েছেন যে, রসূলুল্লাহ [সাঃআঃ] মুযারাআ থেকে নিষেধ করিয়াছেন। [এ নিষেধাজ্ঞা জমির নির্দিষ্ট পরিমাণ ফসলের শর্তে হলে হইবে। তবে খাইবারের ভূমি বর্গাচাষের হাদীস থেকে বর্গাচাষ বৈধ প্রমাণিত।]
ইবনি আবু শাইবাহর বর্ণনায় কথাটি এরুপ আছে যে, তিনি তা থেকে নিষেধ করিয়াছেন। তিনি আরো বলেছেন-আমি ইবনি মাকালের নিকট জিজ্ঞেস করেছি। তিনি আবদুল্লাহর নাম বলেনন।
[ই ফা ৩৮১১, ই সে ৩৮১০]
৩৮৪৮. আবদুল্লাহ ইবনি সায়িব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা আবদুল্লাহ ইবনি মাকালের নিকট উপস্থিত হই এবং মুযারাআ সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি জানান, সাবিত [রাদি.] বলেছেন, রসূলুল্লাহ [সাঃআঃ] মুযারাআহ করিতে নিষেধ করিয়াছেন এবং ইজারা দিতে আদেশ করিয়াছেন আর বলেছেন-এতে কোন সমস্যা নেই।
[ই ফা ৩৮১২ ই সে ৩৮১১]