ফিতনাহ প্রকাশ এর পূর্বেই নেক আমালের প্রতি অগ্রসর হওয়া
ফিতনাহ প্রকাশ এর পূর্বেই নেক আমালের প্রতি অগ্রসর হওয়া >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫১. অধ্যায়ঃ ফিতনাহ প্রকাশ এর পূর্বেই নেক আমালের প্রতি অগ্রসর হওয়ার জন্য উৎসাহিত করা
২১৩
আবু হুরাইরাহ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেনঃ আঁধার রাতের মতো ফিত্নাহ্ আসার পূর্বেই তোমরা সৎ আমালের দিকে ধাবিত হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে। বিকেলে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দ্বীন বিক্রি করে বসবে। [ই.ফা. ২১৪; ই.সে. ২২১]