ফাতিমা রাযিআল্লাহু তাআলা আনহা এর মর্যাদা।

ফাতিমা রাযিআল্লাহু তাআলা আনহা এর মর্যাদা।

ফাতিমা রাযিআল্লাহু তাআলা আনহা এর মর্যাদা। >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

৬২/২৯. অধ্যায়ঃ ফাতিমা রাযিআল্লাহু তাআলা আনহা এর মর্যাদা।

নাবী (সাঃআঃ) বলেছেন, ফাতিমা রাযিআল্লাহু তাআলা আনহা জান্নাতী নারীদের নেত্রী।

৩৭৬৭

মিসওয়ার ইবন মাখরামা (রাদি.) হইতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, ফাতিমা আমার (দেহের) অংশ। যে তাঁকে অসন্তুষ্ট করিল সে আমাকেই অসন্তুষ্ট করিল।

(আঃপ্রঃ ৩৪৮৪, ইঃফাঃ ৩৪৯২*)

* আঃপ্রঃর ৩৪৮৫ নং এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ৩৪৯৩ নং হাদীসটি মূল বুখারীতে এ স্থানে সংকলিত হয়নি। এ হাদীসটি ইমাম বুখারী অত্র গ্রন্থের যথাক্রমে ৩৩২৫-৩৩২৬ ও ৩৭১৫-৩৭১৬ নং হাদীসে বর্ণনা করিয়াছেন।

By ইমাম বুখারী

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply