ফাজায়েলে তাসাহুদ

ফাজায়েলে তাসাহুদ

এ বিষয়ে সরাসরি মুল হাদিস শরীফ থেকে পড়ুন >> মুয়াত্তা মালিক >> সহীহ বুখারী >> আদাবুল মুফরাদ >> সহীহ মুসলিম >> আবু দাউদ >> ইবনে মাজাহ >> তিরমিজি >> নাসাঈ >> মিশকাত >> রিয়াদুস সালেহীন >> বুলুগুল মারাম হাদীস শরীফ হতে

ফাজায়েলে তাসাহুদ

শাকীক ইবনু সালামা (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আবদুল্লাহ (ইবনু মাসউদ) (রাদি.) বলেন, আমরা যখন নাবী (সাঃআঃ)-এর পিছনে সালাত আদায় করতাম, তখন আমরা বলতাম,

السَّلاَمُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ

“আস্‌সালামু আলা জিবরীল ওয়া মিকাইল এবং আস্‌সালামু আলা ফুলান ওয়া ফুলান।” তখন আল্লাহর রাসুল (সাঃআঃ) আমাদের দিকে তাকিয়ে বললেনঃ আল্লাহ নিজেই তো সালাম, তাই তখন তোমরা কেউ সালাত আদায় করিবে, তখন সে যেন বলে-

التَّحِيّاتُ للَّهِ وَالصَّلَواتُ وَالطَيِّباتُ السَّلامُ عَلَيكَ إِيُّهاَ النَّبِيُّ وَرَحمَةُ اللهِ وَبَرَكاتُهُ السَّلامُ علَيناَ وَعَلَى عِبادِ اللهِ الصالِحينَ

আত্তাহিয়্যাতু লিল্লা-হি ওয়াস সালাওয়া-তু ওয়াত তইয়িবা-তু, আসসালা-মু আলায়কা আইয়ুহান্ নাবিয়ু, ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকাতুহ। আসসালা-মু আলায়না- ওয়া আলা ইবাদিল্লা-হিস্ সলিহীন, “সকল মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নাবী! আপনার উপর আল্লাহর সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। সালাম আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক।”

وَالصَّلَواتُ للَّهِ التَّحِيّاتُ
দৈহিকআল্লাহর জন্যসকল মৌখিক
عَلَيكَ السَّلامُ وَالطَيِّباتُ
আপনার উপর সালামআর্থিক ইবাদত
وَرَحمَةُ النَّبِيُّ إِيُّهاَ
রহমতহে নাবী
السَّلامُ وَبَرَكاتُهُ اللهِ
আল্লাহর সালামবরকত আল্লাহর
عِبادِ وَعَلَى علَيناَ
আমাদের
الصالِحينَاللهِ
নেক বান্দাদেরআল্লাহর

কেননা, যখন তোমরা এ বলবে তখন আসমান ও যমীনের আল্লাহর সকল নেক বান্দার নিকট পৌছে যাবে। এর সঙ্গে

أَشهَدُ أَن لاَ إِلَهَ إِلاَّ اللهُ واَشهَدُ أَنَّ مُحَمَّداً عَبدُهُ وَرَسولُهُ

আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহ” (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মাবূদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ (সাঃআঃ) তাহাঁর বান্দা ও রাসুল)-ও পড়বে।

لاَ أَنأَشهَدُ
নেই যেআমি সাক্ষ্য দিচ্ছি
واَشهَدُ اللهُ إِلَهَ
আমি আরো সাক্ষ্য দিচ্ছিআল্লাহ ব্যতীতমাবূদ
عَبدُهُ مُحَمَّداً أَنَّ
তাহাঁর বান্দানিশ্চয়ই মুহাম্মাদযে
وَرَسولُهُ
ও রাসুল

সহিহ বুখারি ৮৩১, শেষ বৈঠকে তাশাহুদ পড়া ।, ৮৩৫. আবদুল্লাহ ইবনু মাসউদ (রাদি.) হইতে বর্ণিতঃ, তাশাহুদের পর যে দুআটি বেছে নেয়া হয়, অথচ তা আবশ্যক নয় ।

Leave a Reply