ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করা নিষেধ
ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করা নিষেধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৩. অধ্যায়ঃ ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করা নিষেধ
৩৭৫৪. ইবনি উমর [রা.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] ফল উপযোগী হওয়ার পূবেৃ বিক্রি করিতে নিষেধ করিয়াছেন। নিষেধ করিয়াছেন ক্রেতা ও বিক্রেতা উভয়কেই।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২০, ইসলামিক সেন্টার- ৩৭১৯]
৩৭৫৫. ইবনি উমর [রা.]-এর সূ্ত্রে, নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
ইবনি উমর [রাদি.]-এর সূ্ত্রে, নবী [সাঃআঃ] থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২০, ইসলামিক সেন্টার- ৩৭২০]
৩৭৫৬. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] পাকার আগে খেজুর বিক্রি করিতে এবং সাদা হওয়ার আগে ও দুর্যোগ-মুক্ত হওয়ার পূর্বে বিক্রি করিতে নিষেধ করিয়াছেন। আর ক্রেতা ও বিক্রেতা উভয়কেই তিনি নিষেধ করিয়াছেন।
[ইফা. ৩৭২১, ইসলামিক সেন্টার- ৩৭২১]
৩৭৫৭. ইবনি উমর [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ পরিপক্ক হওয়ার আগে ও প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পূর্বে তোমরা ফল ক্রয় করো না।
বর্ণনাকারী বলেনঃ খাওয়ার যোগ্য হওয়ার অর্থ লাল বর্ণ ও হলদে বর্ণ ধারণ করা।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২২, ইসলামিক সেন্টার- ৩৭২২]
৩৭৫৮. ইয়াহ্ইয়া [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
ইয়াহ্ইয়া [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উক্ত সানাদে বর্ণনা করেন, যতক্ষণ না তা পরিপক্ক হয়। এর পরবর্তী অংশ তিনি উল্লেখ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২৩, ইসলামিক সেন্টার- ৩৭২৩]
৩৭৫৯. ইবনি উমর [রা.] সূত্রে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
আবদুল ওয়াহব বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২৪, ইসলামিক সেন্টার- ৩৭২৪]
৩৭৬০. ইবনি উমর [রা.]-এর সূ্ত্রে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
মালিক ও উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২৫, ইসলামিক সেন্টার- ৩৭২৫]
৩৭৬১. ইবনি উমর [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ পরিপক্ক হওয়ার আগে তোমরা ফল বিক্রি করো না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২৬, ইসলামিক সেন্টার- ৩৭২৬]
৩৭৬২. যুহায়র ইবনি হার্ব [রহমাতুল্লাহি আলাইহি] সুফ্ইয়ান [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্রে এবং ইবনিল মুসান্না [রহমাতুল্লাহি আলাইহি] ও শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] সূত্রে আবদুল্লাহ ইবনি দীনার [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোক্ত হাদীস বর্ণনা করেন। অবশ্য শুবার বর্ণনায় এতটুকু অতিরিক্ত আছে যে, ইবনি উমর [রাদি.]-এর কাছে পরিপক্ক হওয়ার অর্থ কী, জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ প্রাকৃতিক দূর্যোগ পার হওয়া।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২৭, ইসলামিক সেন্টার- ৩৭২৭]
৩৭৬৩. জাবির [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] নিষেধ করিয়াছেন অথবা তিনি বলেন, আমাদের নিষেধ করিয়াছেন ফল পরিপক্ক হওয়ার পূর্বে তা বিক্রি করিতে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২৮, ইসলামিক সেন্টার- ৩৭২৮]
৩৭৬৪. জাবির ইবনি আবদিল্লাহ [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] নিষেধ করিয়াছেন ফল আহারযোগ্য হওয়ার আগেই বিক্রি করিতে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭২৯, ইসলামিক সেন্টার- ৩৭২৯]
৩৭৬৫. আবুল বুখ্তারী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি ইবনি আব্বাস [রাদি.]-এর নিকট গাছে থাকা খেজুর বিক্রি বিষয়ে জানতে চাইলাম। তখন তিনি বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] গাছের খেজুর বিক্রি করিতে নিষেধ করিয়াছেন যতক্ষণ না তা খাওয়া যায় বা খাওয়ার যোগ্য হয় এবং ওজন করা যায়। রাবী বলেন, আমি ইবনি আব্বাস [রাদি.]-কে জিজ্ঞেস করলাম কিভাবে ওজন করিবে? তখন তার পাশেই অবস্থানকারী জনৈক ব্যক্তি উত্তর দিল- পরিমাণ করিবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭৩০, ইসলামিক সেন্টার- ৩৭৩০]
৩৭৬৬. আবু হুরাইরাহ [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ ফল খাওয়ার উপযোগী হওয়ার আগে তোমরা ক্রয় করিবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৭৩১, ইসলামিক সেন্টার- ৩৭৩১]