ফতোয়ায়ে উসমানী – মুফতী মুহাম্মদ তকী উসমানী

ফতোয়ায়ে উসমানী

মুফতী মুহাম্মদ তকী উসমানী | শুধু উপমহাদেশ নয়, আরব দুনিয়াসহ সারা পৃথিবীর মুসলমানের কাছে সমাদৃত এক প্রিয় মনীষী। জন্ম ১৯৪৩ ঈ., সাহারানপুর, ভারত। গবেষক এ আলেম দাওরায়ে হাদীস শেষ করেন পাকিস্তানের দারুল করাচি থেকে। একই প্রতিষ্ঠান থেকে আইনশান্ত্রে (আল-ফিকহুল ইসলামী) উচ্চতর গভেষণাও সম্পন্ন করেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে এম এ ও করাচি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বরেণ্য মুহাদ্দিস ইদরীস কান্ধলতী, শায়খুল হাদীস
যাকারিয়া, মুফতী মুহাম্মদ শফী ও মুফতী রশিদ আহমদ (রহ.) প্রমুখের পাশাপাশি আরবের শায়খ হাসান মাশৃশাত থেকে। পাকিস্তানের ফেডারেল শরীয়া কোর্টে বিচারক ছিলেন ১১৯৮০-১৯৮২ সাল পর্যন্ত। ১৯৮২-২০০২ সাল পর্যন্ত পাকিস্তান ……..খণ্ডের বিখ্যাত উদ্দু তাফসীরগরস্থ মাআরিফুল রআন। পবিত্র কুরআনে কারীমের ইংরেজী অনুবাদ করেছেন ২ খণ্ডে। ব্যক্তি থেকে রাষ্ট্র- তিনি। ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তাকে সম্মাননা প্রদান করেন। তিনি জিদ্দা সৌদি আরব কেন্দ্রিক ইসলামী আইন সংস্থা- মাজমাউল ফিকহীল ইসলামীর স্থায়ী সদস্য। দারুল উলুম করাচির ভাইস প্রিলিপাল ও শায়খুল হাদীস।

বাকী অংসের কাজ চলিতেছে …………….

By ফিকাহ কিতাব

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply