মহান আল্লাহর বাণী : “ প্রত্যেক সলাতের সময় সৌন্দর্য অবলম্বন করবে “
মহান আল্লাহর বাণী : “ প্রত্যেক সলাতের সময় সৌন্দর্য অবলম্বন করবে ” >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২. অধ্যায়ঃ মহান আল্লাহর বাণী : “ প্রত্যেক সলাতের সময় সৌন্দর্য অবলম্বন করবে “
৭৪৪১ ইবনি আব্বাস (রাঃ হইতে বর্ণিতঃ
তিনি বলেন, স্ত্রীলোকেরা উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহর তাওয়াফ করত এবং বলত, কে আমাকে একটি কাপড় ধার দিবে? এর দ্বারা উদ্দেশ্য স্বীয় লজ্জাস্থান ঢাকা। আর এটাও বলত, আজ খুলে যাচ্ছে কিয়দংশ বা পূর্ণাংশ। তবে যে অংশটা খুলে সেটা আমি আর কখনো হালাল করব না। তখন অবতীর্ণ হলো,
خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ
“প্রত্যেক সলাতের সময় সৌন্দর্য অবলম্বন করবে”- (সূরাহ আল আরাফ ৭:৩১)।
(ইসলামিক ফাউন্ডেশন ৭২৭০,ই-সে, ৭৩২৫)