মহান আল্লাহর বাণী : “তারা দুটি বিবদমান পক্ষ তাদের প্রতিপালক সম্পর্কে বাক-বিতণ্ডা করে”
মহান আল্লাহর বাণী : “তারা দুটি বিবদমান পক্ষ তাদের প্রতিপালক সম্পর্কে বাক-বিতণ্ডা করে” >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৭. অধ্যায়ঃ মহান আল্লাহর বাণী : “তারা দুটি বিবদমান পক্ষ তাদের প্রতিপালক সম্পর্কে বাক-বিতণ্ডা করে”
৭৪৫২ আবূ যার (রাঃ) হইতে বর্ণিতঃ
তিনি শপথ করে বলতেন,
هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ
“তারা দুটি বিবদমান পক্ষ তাদের পালনকর্তা সম্পর্কে বাক-বিতণ্ড করে”- (সূরাহ আল হাজ্জ ২২ : ১৯) আল্লাহর এ বাণী ঐ লোকেদের সম্বন্ধেই অবতীর্ণ হয়েছে, যারা বাদরের দিন যুদ্ধ করার জন্য যুদ্ধ ক্ষেত্রে অবতরণ করেছিল। এদের একদিকে ছিলেন হামযাহ, আলী ও উবাইদাহ ইবনিল হারিস (রাঃ) আর অপরদিকে ছিল, উতবাহ ও শইবাহ রাবীআর দু পুত্র এবং ওয়ালীদ ইবনি উতবাহ।
(ইসলামিক ফাউন্ডেশন ৭২৮০, ই.সে ৭৩৩৬)
৭৪৫৩ আবূ যার (রাঃ) হইতে বর্ণিতঃ
তিনি শপথ করে বলতেন, ……هَذَانِ خَصْمَانِ… আয়াতটি অবতীর্ণ হয়েছে- অতঃপর হুশায়মের অবিকল হাদিস বর্ণনা করেছেন।
(ইসলামিক ফাউন্ডেশন ৭২৮১,ইসলামিক সেন্টার ৭৩৩৭)