জেনে শুনে নিজের পিতাকে অস্বীকার কারীর ঈমানের অবস্থা
জেনে শুনে নিজের পিতাকে অস্বীকার কারীর ঈমানের অবস্থা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৭. অধ্যায়ঃ জেনে শুনে নিজের পিতাকে অস্বীকার কারীর ঈমানের অবস্থা
১২০
আবু যার [রাঃআ:] হইতে বর্ণিতঃ
তিনি রসূলুল্লাহ্ [সাঃআ:]-কে বলিতে শুনেছেন, যে ব্যক্তি জেনে শুনে নিজ পিতার পরিবর্তে অন্য কাউকে পিতা বলে, সে কুফরী করিল। আর যে ব্যক্তি এমন কিছু দাবী করে যা তার নয়, সে আমাদের দলভুক্ত নয় এবং সে যেন জাহান্নামে তার আবাসস্থল বানিয়ে নেয়। আর কেউ কাউকে কাফির বলে ডাকলে বা আল্লাহর দুশমন বলে ডাকল, যদি সে তা না হয় তাহলে এ কুফরী সম্বোধনকারীর প্রতি ফিরে আসবে। [ই.ফা. ১২১; ই.সে. ১২৫]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১২১
ইরাক ইবনি মালিক [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্রে আবু হুরাইরাহ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
তিনি আবু হুরাইরাহ কে বলিতে শুনেছেন। রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেনঃ তোমরা নিজেদের পিতৃপরিচয় থেকে বিমুখ হয়ো না। কেননা যে ব্যক্তি নিজের পিতৃপরিচয় দিতে ঘৃণাবোধ করলো, সে কুফরী করলো। [ই.ফা. ১২২; ই.সে. ১২৬]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১২২
আবু ওয়াক্কাস [রাঃআ:] হইতে বর্ণিতঃ
আমার উভয় কর্ণ রসূলুল্লাহ্ [সাঃআ:]-কে বলিতে শুনেছে যে, ইসলাম গ্রহণের পর যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে মেনে নেয় তার জন্য জান্নাত হারাম। আবু বাকরাহ বলেন, আমিও রসূলুল্লাহ্ [সাঃআ:] থেকে এ কথা শুনিয়াছি। [ই.ফা. ১২৩; ই.সে. ১২৭]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১২৩
সাদ ও আবু বাক্র [রাঃআ:] হইতে বর্ণিতঃ
মুহাম্মদ [সাঃআ:] থেকে আমার দুই কান শুনেছে এবং আমার অন্তর স্মরণ রেখেছে যে, তিনি বলেছেন, যে ব্যক্তি আপন পিতা ছাড়া অন্যকে পিতা বলে মেনে নেয় অথচ সে জানে যে, সে তার পিতা নয়, তার জন্য জান্নাত হারাম। [ই.ফা. ১২৪; ই.সে. ১২৮]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস