পার্থিব লোভ লালসা র প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা
পার্থিব লোভ লালসা র প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৮. অধ্যায়ঃ পার্থিব লোভ লালসা র প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা
২৩০০
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেন, জীবন ও সম্পদ- এ দুটির ভালবাসার ক্ষেত্রে বৃদ্ধের অন্তর চির যৌবনের অধিকারী। অর্থাৎ বেঁচে থাকার মায়া ও অর্থের মায়া। [ইসলামিক ফাউন্ডেশন- ২২৭৮, ইসলামিক সেন্টার- ২২৭৯]
২৩০১
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসুলুল্লাহ্ [সাঃআঃ] বলেনঃ দুটি জিনিসের ভালবাসায় বৃদ্ধের অন্তর চির যৌবনের অধিকারী- দীর্ঘ জীবন এবং ধন-সম্পদের মোহ। [ইসলামিক ফাউন্ডেশন- ২২৭৯, ইসলামিক সেন্টার- ২২৮০]
২৩০২
আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুলাহ [সাঃআঃ] বলেছেনঃ আদাম সন্তান বার্ধক্যে পৌছে যায়, কিন্তু দুটি ব্যাপারে তার আকাঙ্খা যৌবনে বিরাজ করে- সম্পদের লালসা এবং বেঁচে থাকার আকাঙ্খা। [ই.ফা ২২৮০, ইসলামিক সেন্টার- ২২৮১]
২৩০৩
আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেন ……. উপরের হাদীসের অনুরূপ। [ইসলামিক ফাউন্ডেশন- ২২৮১, ইসলামিক সেন্টার- ২২৮২]
২৩০৪
আনাস ইবনি মালিক [রাদি.] থেকে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
একই হাদীস বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ২২৮২, ইসলামিক সেন্টার- ২২৮৩]