রাঃসাঃ এর ব্যবহৃত পানি দ্বারা বরকত হাসিল।

রাঃসাঃ এর ব্যবহৃত পানি দ্বারা বরকত হাসিল।

রাঃসাঃ এর ব্যবহৃত পানি দ্বারা বরকত হাসিল। << নবুওয়তের মুজিযা হাদীসের মুল সুচিপত্র দেখুন

একত্রিশতম পরিচ্ছেদ – রাঃসাঃ এর ব্যবহৃত পানি দ্বারা বরকত হাসিল।

আবু মূসা রাদি. আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাঃসাঃ এর কাছে ছিলাম। তিনি মক্কা ও মদীনার মাঝখানে জি`রানা নামক স্থানে অবস্থান করছিলেন। তাহাঁর সাথে বিলাল রাদি. আনহুও ছিল। রাঃসাঃ এর কাছে এক বেদুঈন এসে বলল, হে মুহাম্মদ রাঃসাঃ! আপনি কি আপনার ওয়াদা পূর্ণ করবেন না? রাঃসাঃ তাকে বলিলেন, সুসংবাদ গ্রহণ কর বা খুশি হয়ে যাও। বেদুঈন তাঁকে বলল, আপনি আমাকে বহুত বলিয়াছেন খুশি হয়ে যাও। রাঃসাঃ রাগান্বিত হয়ে আবু মূসা ও বিলালের রাদি. আনহুমার দিকে ফিরলেন। অতঃপর তিনি বলিলেন, এই লোকটি সুসংবাদ প্রত্যাখ্যান করেছে। তোমরা উভয়ে তা গ্রহণ কর। তারা উভয়ে বলিলেন, হে আল্লাহর রাসূল, আমরা গ্রহণ করলাম। অতঃপর তিনি এক পেয়ালা পানি নিয়ে ডাকলেন। তিনি তাতে দুই হাত ও মুখ ধুলেন এবং কুলি করিলেন। অতঃপর তিনি বলিলেন, তোমরা উভয়ে এই পানি থেকে পান কর এবং নিজেদের মুখমন্ডল ও বক্ষদেশে তা প্রবাহিত কর এবং সুসংবাদ গ্রহণ কর। তারা উভয়ে পেয়ালা তুলে নিয়ে রাঃসাঃ এর নির্দেশমত কাজ করিলেন। পর্দার আড়াল থেকে উম্মু সালামা রাদি. আনহা তাদেরকে ডেকে বলিলেন, তোমাদের মায়ের জন্যও তোমাদের পাত্রের কিছু পানি লও। তারা তাকেও অবশিষ্ট পানির কিছু দিলেন। [1]


[1] সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৪৯৭।

Leave a Reply