পায়খানার পর পানি দিয়ে ইস্তিঞ্জা করা
পায়খানার পর পানি দিয়ে ইস্তিঞ্জা করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২১. অধ্যায়ঃ পায়খানার পর পানি দিয়ে ইস্তিঞ্জা করা
৫০৭
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসুলুল্লাহ [সাঃআঃ] একটি বাগানে ঢুকলেন। একটি বদনাসহ একজন বালক তাহাঁর পিছনে পিছনে গেল। সে ছিল আমাদের সকলের চেয়ে বয়ঃকনিষ্ঠ। সে বদনটি একটি কুল গাছের কাছে রেখে দিল। অতঃপর রাসুলুল্লাহ[সাঃআঃ] তাহাঁর প্রয়োজন শেষ করে আমাদের কাছে এলেন। তিনি পানি দিয়ে ইস্তিঞ্জা [শৌচকার্য] করেছিলেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫১০, ইসলামিক সেন্টার- ৫২৬]
৫০৮
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] যখন শৌচাগারে ঢুকতেন তখন আমি এবং আমার মতই একটি বালক পানির লোটা ও একখানা ছোট বর্শা বয়ে নিয়ে যেতাম। অতঃপর তিনি পানি দিয়ে ইস্তিঞ্জা করিতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫১১, ইসলামিক সেন্টার- ৫২৭]
৫০৯
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] যখন নির্জনে দূরবর্তী ময়দানে ইস্তিঞ্জার জন্যে যেতেন তখন আমি তাহাঁর কাছে পানি নিয়ে যেতাম। তিনি তা নিয়ে ইস্তিঞ্জা [শৌচকাজ] করিতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫১২, ইসলামিক সেন্টার-৫২৮]