রসূলুল্লাহ [সাঃ] এর পানাহারের নিয়ম পদ্ধতি
পানাহারের নিয়ম পদ্ধতি , এই অধ্যায়ে হাদীস ৪ টি ( ১০৩-১০৬ পর্যন্ত )<< শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-২৪ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর পানাহারের নিয়ম পদ্ধতি
পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) আহার শেষে তিন আঙ্গুলি চুষে নিতেন
১০৩. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নাবী [সাঃআঃ] যখন আহার করিতেন তখন তিনি তাহাঁর তিনটি আঙ্গুলি চুষে নিতেন। {১০৪}
{১০৪}সহিহ মুসলিম, হাদিস নং/৫৪১৬; আবু দাউদ, হাদিস নং/৩৮৪৭; ইবনি হিব্বান, হাদিস নং/৫২৫২; মুস্তাদরাকে হাকিম, হাদিস নং/৭১২১; বায়হাকী, হাদিস নং/১৪৩৯৫; মুসান্নাফে ইবনি আবি শায়বা, হাদিস নং/২৪৯৩৭; জামেউস সগীর, হাদিস নং/৮৮১১. পানাহারের নিয়ম পদ্ধতি হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১০৪. আবু জুহায়ফা হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] ইরশাদ করিয়াছেন, আমি ঠেসরত অবস্থায় আহার করি না। {১০৫}
{১০৫}মুসনাদুল বাযযার, হাদিস নং/৪২১৪; সুনানুল কুবরা লিন নাসাঈ, হাদিস নং/৬৭০৯, সুনানুল কুবরা লিল বায়হাকী, হাদিস নং/১৩৭০৬; মুজামুল কাবীর, হাদিস নং/১৭৮০২; ইবনি হিব্বান, হাদিস নং/৫২৪০. পানাহারের নিয়ম পদ্ধতি হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছদঃ তিনি তিন আঙ্গুলি দিয়ে আহার করিতেন
১০৫. কাব ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] তিন অঙ্গুলি দিয়ে আহার করিতেন এবং তা চুষে নিতেন। {১০৬}
ব্যাখ্যাঃ সাধারণত আহারের সময় রসূলুল্লাহ [সাঃআঃ] তিনটি আঙ্গুল ব্যবহার করিতেন এবং খাওয়ার পর সেগুলো চেটে খেতেন। আঙ্গুল তিনটি হলো বৃদ্ধা, তর্জনী ও মধ্যম।
কাব ইবনি উজরা [রাদি.] বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা এ আঙ্গুলত্রয় দ্বারা পানাহার করিতে দেখেছি। আরো দেখেছি যে, তিনি হাত ধৌত করার আগে তিন আঙ্গুল চেটে খেয়েছেন। প্রথমে মধ্যমা অতঃপর তর্জনী অতঃপর বৃদ্ধাঙ্গুল চেটেছেন।
উল্লেখ্য যে, নাবী [সাঃআঃ] এর সময় খেজুর, রুটি, গোশত অথবা তরকারীই ছিল প্রধান খাদ্য। এসব খাদ্য গ্রহণের সময় সব আঙ্গুল ব্যবহার করার প্রয়োজন হয় না। বিধায় নাবী [সাঃআঃ] তিন আঙ্গুল দ্বারা খেতেন। কিন্তু ভাত খাওয়ার সময় পাঁচ আঙ্গুলই ব্যবহার করিতে হয়। বিধায় সৰ আঙ্গুলই চেটে খাওয়া উচিত। রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, যখন তোমাদের মধ্যে কেউ আহার কর, তখন যেন আহার শেষে আঙ্গুলগুলো চেটে খায়। কারণ সে জানে না খাবারের কোন অংশে বরকত রহিয়াছে। {১০৭}
{১০৬}মুসন্নাফে ইবনি আবু শায়বা, হাদিস নং/২৪৯৫৫; মুসনাদুল বাযযার, হাদিস নং/৩৮২০। {১০৭}সহিহ ইবনি হিব্বান,হাদিস নং/৫২৫৩; সিলসিলা সহিহাহ, হাদিস নং/১৪০৪; সহিহ তারগীব ওয়াত তারহীব, হাদিস নং/২১৬১। পানাহারের নিয়ম পদ্ধতি হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছদঃ অতি ক্ষুধার কারণ তিনি একবার বাঁকা হয়ে ঠেস দিয়ে খেয়েছিলেন
১০৬. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একবার রসূলুল্লাহ [সাঃআঃ] এর কাছে খুরমা আনা হলো। তখন আমি তাকে তীব্র ক্ষুধার কারণে বাঁকা হয়ে ঠেস দিয়ে খেতে দেখেছি। {১০৮}
ব্যাখ্যাঃ সাধারণত রসূলুল্লাহ [সাঃআঃ] কোন জিনিসের সাথে ঠেস দিয়ে বসে আহার করিতেন না। এখানে সমস্যার কারণে হেলান দিয়েছিলেন। {১০৮}শারহুস সুন্নাহ, হাদিস নং/২৮৪২। পানাহারের নিয়ম পদ্ধতি হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস