নুবূওয়াত প্রাপ্তির আগে [তাঁকে] পাথরের সালাম করা প্রসঙ্গ
নুবূওয়াত প্রাপ্তির আগে [তাঁকে] পাথরের সালাম করা প্রসঙ্গ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর বংশে ফযীলত এবং নুবূওয়াত প্রাপ্তির আগে [তাঁকে] পাথরের সালাম করা প্রসঙ্গ
৫৮৩২. আবু আম্মার শাদ্দাদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি ওয়াসিলাহ্ ইবনি আসকা [রহমাতুল্লাহি আলাইহি]-কে বলিতে শুনেছেন যে, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিতেনঃ মহান আল্লাহ ইসমাঈল [আঃ]-এর সন্তানদের থেকে কিনানাহ্-কে চয়ন করে নিয়েছেন, আর কিনানাহ্ [র বংশ] হইতে, কুরায়শ-কে বাছাই করে নিয়েছেন আর কুরায়শ [বংশ] হইতে বানূ হাশিমকে বাছাই করে নিয়েছেন এবং বানূ হাশিম হইতে আমাকে বাছাই করে নিয়েছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৩৯, ইসলামিক সেন্টার- ৫৭৭০]
৫৮৩৩. জাবির ইবনি সামুরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আমি মাক্কায় একটি পাথরকে জানি, যে আমার [নবীরূপে] প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করত; আমি এখনও তাকে সন্দেহাতীতভাবে চিনতে পারি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৪০, ইসলামিক সেন্টার- ৫৭৭১]