গাছ-পালা, পাথর ও পশু পাখির সাথে কথোপকথন ও এর আনুগত্য

গাছ-পালা, পাথর ও পশু পাখির সাথে কথোপকথন ও এর আনুগত্য

গাছ-পালা, পাথর ও পশু পাখির সাথে কথোপকথন ও এর আনুগত্য << নবুওয়তের মুজিযা হাদীসের মুল সুচিপত্র দেখুন

পঞ্চম পরিচ্ছেদ: গাছ-পালা, পাথর ও পশু-পাখির সাথে কথোপকথন ও সেগুলোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে নবুওয়তের প্রমাণ

আবদুর রহমান [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি মাসরূক [রহমাতুল্লাহি আলাইহি] কে জিজ্ঞাসা করলাম, যে রাতে জ্বিনরা মনোযোগের সাথে কুরআন শ্রবণ করেছিল ঐ রাতে নাবী রাঃসাঃকে তাদের উপস্থিতি সম্পর্কে সংবাদটি কে দিয়েছিল? তিনি বলেন, তোমার পিতা আবদুল্লাহ [ইবনু মাস`উদ] রাদি. `আনহু আমাকে বলিয়াছেন যে, তাদের উপস্থিতির সংবাদ একটি বৃক্ষ দিয়েছিল। [1]

জাবির ইবনু সামুরা রাদি. `আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাঃসাঃ  বলিয়াছেন, “আমি মক্কায় একটি পাথরকে জানি, যে [নাবীরূপে] প্রেরিত হওয়ার আগে আমাকে সালাম করত, আমি এখনও তাকে নিশ্চিতভাবে চিনতে পারি।[2]

আনাস রাদি. `আনহু হইতে বর্ণিত, “একবার জিবরীল আলাইহিস সালাম রাঃসাঃ এর কাছে আসলেন, তখন তিনি বিষণ্ণ অবস্থায় বসে ছিলেন, তাহাঁর শরীর থেকে অজস্র রক্ত ঝরছিল, কিছু মক্কাবাসীরা তাঁকে প্রহর করছিল। তিনি এসে বলিলেন, আপনার কি অবস্থা? তাঁরা আমার সাথে যা খুশী তাই করল। তিনি বলিলেন, আপনি কি কোনো নিদর্শন দেখবেন? তিনি বলিলেন, হ্যাঁ, দেখান। উপত্যকার পিছনে গাছের দিকে তাকালেন। জিবরীল বলিলেন, ঐ গাছটিকে ডাকুন। তিনি গাছটিকে ডাকলে তা হেঁটে এসে তাহাঁর সামনে দাঁড়ালো। তিনি বলিলেন, এবার গাছটিকে তার স্থানে চলে যেতে বলেন। তিনি ফিরে যেতে বললে তা যথাস্থানে ফিরে গেল। তখন রাঃসাঃ বলিলেন, যথেষ্ট”। [3]

ইবনু উমর রাদি. `আনহুমা হইতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাঃসাঃ  এর সাথে এক সফরে ছিলাম। তখন এক বেদুঈন আসল। সে রাঃসাঃ  এর কাছে আসলে তিনি তাঁকে বলিলেন, কোথায় যাচ্ছ? সে বলল, আমার পরিবারের কাছে যাচ্ছি [বাড়ি যাচ্ছি]। তিনি বলিলেন, আমি কি তোমাকে এর চেয়েও উত্তম কিছু বলব? সে বলল, সেটা কি? রাঃসাঃ বলিলেন, তুমি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহাঁর কোনো শরীক নেই এবং মুহাম্মদ রাঃসাঃ আল্লাহর বান্দাহ ও রাসূল। সে বলল, আর কে এ সাক্ষ্য দেয়? রাঃসাঃ বলিলেন, এ গাছটি এ সাক্ষ্য দেয়। তখন রাঃসাঃ উপত্যকার পাশে একটি গাছকে ডাকলেন, গাছটি যমীনের উপর ঝুঁকে ঝুঁকে সিজদা দিতে দিতে রাঃসাঃ  এর সামনে আসল। তাকে তিনবার সাক্ষ্য দিতে বললে যেভাবে তাকে বলা হয়েছে ঠিক সেভাবে সে তিনবার সাক্ষ্য দিল। অতঃপর সে যথাস্থানে ফিরে গেল। বেদুঈন লোকটি [ঈমান আনার পরে] স্বজাতির কাছে ফিরে গেল, আর বলল, তারা যদি আমার অনুসরণ করে তবে তাদেরকে আপনার কাছে নিয়ে আসব, নতুবা তাদেরকে ছেড়ে আমি আপনার কাছে চলে আসব এবং আপনার সাথে থাকব।[4]

ইবনু আব্বাস রাদি. `আনহুমা হইতে বর্ণিত, তিনি বলেন, বনী `আমের গোত্রের একলোক নাবী রাঃসাঃ এর কাছে এলেন। তিনি বলিলেন, হে আল্লাহর রাসূল! রাঃসাঃ আপনার পিছে যে নবুওয়তের সীল মোহর আছে তা আমাকে দেখান। কেননা আমি সম্ভ্রান্ত ব্যক্তি। তখন রাঃসাঃ তাকে বলিলেন, তোমাকে কি একটা নিদর্শন দেখাবো? তিনি বলিলেন, অবশ্যই। তখন তিনি একটা খেজুর গাছের দিকে তাকালেন। অতঃপর বলিলেন, তুমি খেজুরের কাঁদিকে এদিকে আসতে বলো। ফলে তিনি ডাকলে খেজুর কাঁদি হেলতে হেলতে তাহাঁর সামনে এসে দাঁড়ালো। তখন রাঃসাঃ বলিলেন, ফিরে যাও। ফলে সেটি যথাস্থানে ফিরে গেল। তখন `আমেরী বলল, হে বনী `আমের, আজকের মত এত বড় জাদুকর আমি জীবনে কখনও দেখিনি। [5]


[1] সহিহ বুখারি, হাদিস নম্বর ৩৮৫৯।

[2] সহিহ মুসলিম, হাদিস নম্বর ২২৭৭।

[3] ইবন মাজাহ, হাদিস নম্বর ৪০২৮। মাজমা‘উয যাওয়াদেদে ইমাম হাইসামী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হাদীসের সনদটি সহিহ।

[4] সুনানে দারামী, হাদিস নম্বর ১৬, মুহাক্বকিক হুসাইন সুলাইম বলেছেন, হাদীসটি সহিহ।

[5] মুসনাদ আহমদ, হাদিস নম্বর ১৯৫৪, হাদীসটি সহিহ।

Comments

One response to “গাছ-পালা, পাথর ও পশু পাখির সাথে কথোপকথন ও এর আনুগত্য”

Leave a Reply