কোন জন্তুর আঘাতে কেউ আহত বা নিহত হলে,
কোন জন্তুর আঘাতে কেউ আহত বা নিহত হলে, >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১১.অধ্যায়ঃ কোন জন্তুর আঘাতে কেউ আহত বা নিহত হলে, কিংবা খনি বা কূপে পড়ে গিয়ে আহত বা নিহত হলে এতে কোন দিয়্যাত বা ক্ষতিপূরণ আবশ্যক হইবে না।
৪৩৫৭
আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ পশুর আঘাত দণ্ডযোগ্য নয়, কূপে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতি দণ্ডযোগ্য নয় এবং খনিতে নিপতিত হয়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তির ক্ষতি দণ্ডযোগ্য নয়। [অর্থাৎ- ঐসব কারনে যদি কেউ আহত বা নিহত হয়, তবে এতে কোন দিয়্যাত বা ক্ষতিপূরণ নেই।] আর গুপ্তধন অথবা খনিজ পদার্থ প্রাপ্তিতে এক পঞ্চমাংশ নির্ধারিত [বাইতুল মালের জন্য]। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৩১৬, ইসলামিক সেন্টার- ৪৩১৭]
৪৩৫৮
যুহরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
লায়স [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্র অনুসারে উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৩১৭, ইসলামিক সেন্টার-৪৩১৮]
৪৩৫৯
আবু হুরাইরাহ্ [রাদি.] এর সূত্রে রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হইতে বর্ণীতঃ
উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৩১৮, ইসলামিক সেন্টার-৪৩১৯]
৪৩৬০
আবু হুরাইরাহ্ [রাদি.]-এর সূত্রে রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হইতে বর্ণীতঃ
তিনি বলেছেনঃ কূপের মধ্যে পতিত হয়ে কেউ আহত বা নিহত হলে তা দণ্ডযোগ্য নয়, খনিতে আহত হলে তাও দণ্ডযোগ্য নয় এবং পশুর আক্রমণে আহত হলেও তা দণ্ডযোগ্য নয়। আর খনিতে অথবা গুপ্তধন প্রাপ্তিতে এক পঞ্চমাংশ নির্ধারিত [বাইতুল মালের জন্য]। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৩১৯, ইসলামিক সেন্টার- ৪৩২০]
৪৩৬১
আবদুর রহমান ইবনি সালাম, উবাইদুল্লাহ ইবনি মুআয, ইবনি বাশ্শার [রহমাতুল্লাহি আলাইহি] ….. সকলেই আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৩২০, ইসলামিক সেন্টার-৪৩২১]