সুন্দরভাবে বিনয় ও ভীতি সহকারে নামাজ আদায়ের নির্দেশ
সুন্দরভাবে বিনয় ও ভীতি সহকারে নামাজ আদায়ের নির্দেশ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৪. অধ্যায়ঃ সুন্দরভাবে বিনয় ও ভীতি সহকারে নামাজ আদায়ের নির্দেশ
৮৪৩
আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদা রসূলুল্লাহ [সাঃআঃ] নামাজ শেষ করে পিছনে ফিরে বললেনঃ হে অমুক ব্যক্তি ! তুমি কি সুষ্ঠুভাবে তোমার নামাজ আদায় করিবে না? নামাজ আদায়কারী কিভাবে তার নামাজ আদায় করে তা কি সে দেখে না? কেননা সে নিজের উপকারের জন্যই নামাজ আদায় করে। আল্লাহর শপথ ! আমি সামনের দিকে যেভাবে দেখিতে পাই পিছনেও সে মতই দেখিতে পাই। [ইসলামিক ফাউন্ডেশন- ৮৩৯, ইসলামিক সেন্টার- ৮৫২]
৮৪৪
আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ তোমরা কি মনে করছ আমি শুধু আমার কিবলামুখী হয়ে আছি? আল্লাহর শপথ ! তোমাদের রুকূ-সাজদাহ্ কিছুই আমার কাছে গোপন নয়। আমি আমার পিছন থেকেও তোমাদের দেখিতে পাই। [ইসলামিক ফাউন্ডেশন- ৮৪০, ইসলামিক সেন্টার- ৮৫৩]
৮৪৫
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেনঃ তোমরা রুকূ-সাজদাহ্ ঠিকভাবে আদায় করো। আল্লাহর শপথ ! আমি তোমাদেরকে আমার পিছন থেকে দেখি। আবার কখনো তিনি বলেছেনঃ তোমরা যখন রুকূ-সাজদাহ্ করো, আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখিতে পাই। [ইসলামিক ফাউন্ডেশন- ৮৪১, ইসলামিক সেন্টার- ৮৫৪]
৮৪৬
আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেনঃ রুকূ-সাজদাহ্ ঠিকভাবে আদায় করো। আল্লাহর শপথ ! তোমরা যখনই রুকূ-সাজদাহ্ করো, আমি আমার পিছন থেকে তোমাদের দেখিতে পাই। সাঈদের বর্ণনায় আছেঃ যখন তোমরা রুকূ-সাজদাহ্ করো। [ইসলামিক ফাউন্ডেশন- ৮৪২, ইসলামিক সেন্টার- ৮৫৫]